header banner

ফের সাফাইকর্মীদের বিক্ষোভ হাওড়া কর্পোরেশনে

article banner

হাওড়া কর্পোরেশনে ফের বিক্ষোভ সাফাইকর্মীদের। সোমবার সকাল থেকে পুরসভাব গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। বেশ কিছুক্ষন বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। তারপর সেখানে ভাস্কর বন্ধ্যোপাধ্যায়ের সাথে এসে উপস্থিত হন অরূপ রায়। তিনি জানিয়েছেন, সাফাইকর্মীদের ডাকা হয়েছে আজ তাদের সাথে কর্পোরেশনের বৈঠক হবে এবং তারপর সেই বক্তব্য তিনি নিজে পুর ও নগর উন্নয়ন পর্ষদের কাছে তুলে ধরবেন। আজকের মধ্যেই সমস্যা মিটে যাবে বলে বিশ্বাস রয়েছে তৃনমূলের এই শীর্ষ নেতৃত্বের।


উল্লেখ্য বিষয় গত তিন দিন ধরে হাওড়া শহরে কোনরকম জঞ্জাল পরিষ্কারের কাজ হয়নি। যায়গায় যায়গায় জমে রয়েছে বজ্র পদার্থ। সাফাইকর্মীদের স্ট্রাইকে কার্যত নাজেহাল হাওড়াবাসি। কিন্তু তিন দিন ধরে আজও চলতে থাকা স্ট্রাইকের কোনরকম নিস্পত্তি ঘটেনি। আলোচনার পর কি ফলাফল আসে তাই দেখার। উল্লেখযোগ্য বিষয় হল এই নিয়ে পরপর স্ট্রাইক ডাকলেন সাফাইকর্মীরা। কিছুদিন আগেই বেতন নিয়ে সমস্যা হওয়ায় স্ট্রাইকে ডেকেছিলেন তারা। তারপরেই আবার আজ। বেশ কিছুদিন আগেন হাওড়া কর্পোরেশনে কনট্রাকটররাও স্ট্রাইক ডেকেছিলে। যার ফলে বর্তমানে সময়ে হাওড়া কর্পোরেশনের পরিবেশ নিত্য উত্তপ্ত হয়ে উঠছে। একাধিক স্ট্রাইকে কার্যত নাজেহাল পুরসভা। কর্মীদের মধ্যে যে বিপুল অসন্তোষ রয়েছে তাও স্পষ্ট। এখন পরিস্থিতি কোন দিকে গড়ায় তাই দেখার বিষয়। 

{ads}
 

Howrah Corporation Workers Protest Protests Cleaning Stuff Corporation Commissioner Arup Roy Howrah City West Bengal Kolkata India

Last Updated :