header banner

ভৈরব অগ্নিদাহে অন্ত ৫

ভয়াবহ অগ্নিকান্ডে বিধ্বস্ত প্রায় পাশাপাশি অবস্থিত ৫টি কারখানা। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক। হাওড়া জেলার ডোমজুড় ব্লকের অধীনে অবস্থিত নারনা এলাকায় ঘটে গেল শিউরে দেওয়া এক ভয়ংকর ঘটনা। 
ভোর প্রায় সাড়ে ৩টে। রাত প্রায় শেষের দিকে। প্রতিদিনের মতোই আর কিছুক্ষণ পরেই সকাল হলে মানুষ ব্যাস্ত হয়ে পড়বে যে যার কাজে। কিন্তু আজকের সকালটা ছিল একটু অন্যরকম। ঘুম ভাঙলো এক মর্মান্তিক দৃশ্যকে প্রত্যক্ষ করে। দাউ দাউ করে জ্বলছিল এলাকার পাশেই অবস্থিত প্রায় ২০০০০ স্কোয়ার ফুটের বিশাল কারখানা। প্রথমে আগুন লাগে পাটজাত দ্রব্যের কারখানায় কিন্তু পরবর্তীকালে সেটা ছড়িয়ে যায় অন্য ৪টে কারখানাতেও যেগুলির মধ্যে পরে প্লাস্টিক, চানাচুড়, এমব্রয়ডারি এবং অন্যান্য বিভাগ। প্রাথমিকভাবে পরিস্থিতিকে সামাল দিতে ৩টে দমকল আসলেও পরবর্তীকালে আগুন নিয়ন্ত্রণে আনতে আসে আরও ২টো দমকল। যদিও স্থানীয় লোকের মতে, ঘটনাস্থলে দমকল অনেক দেরিতে আসার ফলে আগুন নিয়ন্ত্রণে কিছুটা হলেও দেরি হয়েছে।
তবে, ঘটনাস্থলে উপস্থিত একাংশের দাবি, এই ঘটনা নতুন নয়। পর্যাপ্ত পরিমানে অগ্নিনির্বাপনের ব্যাবস্থা না থাকায় মাঝে মাঝেই এই দুর্ঘটনা ঘটেই থাকে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই আগুন লাগার পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। মূলত সর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান করা হলেও পুলিশি তদন্ত ঘটনায় নতুন মোড় আনতে পারে বলে আশা করা যায়।  {ads} 
 

Howrah Domjur Narna Fire factory West Bengal

Last Updated :