header banner

বিদ্যুৎ সংযোগ না থাকার কারন দেখিয়ে ফের বন্ধ হাওড়া জুট মিল, প্রতিবাদে বিক্ষোভ শ্রমিকদের

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ফের বন্ধ হলো শিবপুরের হাওড়া জুট মিল, বন্ধ সমস্ত কাজ। সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলছে মিল গেটে। শনিবার এরই প্রতিবাদে জুট মিলের গেটের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় সামিল হন শ্রমিকরা। মিলের শ্রমিক সংগঠনের সদস্য ওম প্রকাশ সাউ জানান ২০১৩ সাল থেকে ইচ্ছাকৃতভাবে মিলে অচলাবস্থা তৈরি করছে কর্তৃপক্ষ। এর পূর্বেও বহুবার একাধিক কারন দেখিয়ে মিল বন্ধ করা হয়েছে। এবারও কোনো আলোচনা না করে মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। যার ফলে সমস্যায় পড়েছেন মিলে কর্মরত প্রায় ২৪০০ শ্রমিক। 

{link}
শুক্রবার মিলের শ্রমিকদের ছুটি থাকে। সেই সুযোগে বিদ্যুতের সংযোগ ইচ্ছাকৃতভাবে কেটে দিয়েছে কর্তৃপক্ষ এমনই অভিযোগ। এর পাশাপাশি বিদ্যুৎ নেই বলে মিল বন্ধ রাখা হয়েছে বলে অজুহাত দেখানো হচ্ছে। আরও অভিযোগ এই অজুহাতে শ্রমিকদের চলতি সপ্তাহের মজুরি বকেয়া রেখেই মিল বন্ধের নোটিশ টাঙালো হাওড়া মিলস কোম্পানি কর্তৃপক্ষ। ফলে অনিশ্চয়তার সম্মুখীন হল শ্রমিকরা। তাদের দাবী অবিলম্বে মিল খুলতে হবে। নাহলে বড়সড় আন্দলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। কারন বকেয়া টাকা ছাড়াও পিএফও এবং ইএসআই-এর টাকাও আসেনি বহুদিন, তার সাথে হয়েছে পেমেন্টের চেক বাউন্স। যার ফলে বিষয়টি নিয়ে বেশ সমস্যায় পড়েছেন অধিকাংশ শ্রমিক। যদিও মিল কর্তৃপক্ষ এবিষয়ে কিছু বলতে রাজি হয়নি। তবে মিলের ভবিষ্যতকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হচ্ছে তা স্পষ্ট। 
{ads}

Howrah Jute Mill closed Shibpur Labour workers protest Howrah West Bengal India হাওড়া জুট মিল শ্রমিক বিক্ষোভ

Last Updated :