header banner

সাবধানের মার নেই

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কাগজের ফুল তৈরীর কারখানা। ঘটনাটি ঘটেছে হাওড়ার কোনা জগদীশপুরের কয়াল পাড়ায়। বিধ্বংসী আগুনে কারখানার মধ্যে থাকা যন্ত্রপাতি সহ কাঁচামাল নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। কারখানাটি জনবহুল এলাকায় হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌছালে সংকীর্ণ রাস্তার কারণে অকুস্থলে পৌঁছাতে পারেনি দমকলের গাড়ি। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে কারখানা চত্ত্বর জুড়ে। প্রাথমিকভাবে পাম্পের সাহায্যে পুকুর থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং পরে দমকলের তৎপরতায় দু ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। {ads} 
উৎসবের মরশুমে মন্ডপ সাজানোর কাজে যে বাহারি রঙিন ফুল ব্যাবহার করা হয়, সেই ধরনের ফুলই তৈরী হত এই কারখানায়। আগুন লাগার সঠিক কারণ যানা না গেলেও প্রাথমিক ভাবে অনুমান সম্ভবত  শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। কারখানার মধ্যে অগ্নি নির্বাপনের কোনো বন্দবস্ত ছিল কি না বা থাকলেও উপযুক্ত ছিল কিনা তা জানার জন্যে শুরু হয়েছে তদন্ত।  {ads}
 

Howrah Factory Flower making Factory Fire Burnt West Bengal

Last Updated :