header banner

হাওড়া ফেরিঘাটে সন্দেহভাজন ব্যাক্তির কাছ থেকে উদ্ধার নগদ কয়েক লক্ষ টাকা

article banner

হাওড়া ফেরিঘাটে তল্লাশির সময় বুধবার সকালে এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার নগদ প্রায় ১২ লক্ষ টাকা। জানা গেছে, ওই ব্যক্তির নাম অমিত কুমার সাহা (৩৫)  বাড়ি বীরভূম রামপুরহাটের থানাপাড়া এলাকায়। তাঁর একটি আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছ। নির্বাচনের আগে হাওড়ার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বেশ কিছুদিন ধরেই নাকা চেকিংয় করছে কলকাতা পুলিশ। সেই অনুযাই ফেরিঘাটেও তল্লাশি চলছে। পুলিশের সাথে একইসাথে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীও। বুধবার সকালে হাওড়া ফেরিঘাটে তল্লাশির সময় ওই ব্যক্তিকে দেখে পুলিশের সন্দেহ হয়। তাঁর ব্যাগ খুলতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো নোটের বান্ডিল। এই এতো পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতোগুলি টাকা উদ্ধার হওয়ার পর থেকে স্বাভাবিক ভাবেই ফেরি ঘাটের নিরাপত্তা আরো কড়াকড়ি করা হয়েছে। 

{ads}

Howrah Launch Ghat Police Kolkata Police Central Force Election West Bengal Assembly Election West Bengal Corrupted Money Investigation News Breaking News India

Last Updated :