বহুদিন ধরে কাজ হলেও পাওয়া যায়নি বকেয়া টাকা, তার প্রতিবাদে হাওড়া কর্পোরেশন এলাকায় কাজ বন্ধের সিদ্ধান্ত কর্পোরেশনের ঠিকাদারদের। সোমবার সকাল থেকেই প্রতিবাদে ও বকেয়া টাকার দাবিতে কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঠিকাদারেরা। যতক্ষন না বকেয়া টাকা মেটানো হচ্ছে ততক্ষন কাজ বন্ধ রাখা থাকবে বলে জানিয়েছেন তারা। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সিভিল কন্ট্রাকটরস ওয়েলফেয়ার অ্যাশোসিয়েশনের পক্ষ থেকে এই বিক্ষোভ করা হয়। তাদের মতে মোট ১৬০ থেকে ১৭০ কোটি টাকা পান তারা অ্যাসোসিয়েশন থেকে। ২০১৫ সাল থেকে কাজ করানো হলেও কোন টাকা দেওয়া হয়নি। তার উপর শেষ দু বছর কোন ভোট নেই যার ফলে কোন স্থায়ী সমাধানও নেই। যে কমিশনার আসছেন তিনি দশ পনেরো দিন কিংবা ১ মাস থাকছেন তারপরে চলে যাচ্ছেন। যার ফলে বর্তমানে বিপুল সমস্যার সম্মুখীন তারা।
{ads}