header banner

পিলখানায় ডেঙ্গুতে নিহতের পরিবারের সাথে দেখা করলেন পুরসভার চেয়ারম্যান

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: গতকালই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে হাওড়ার গোলাবাড়ির পিলখানা এলাকার এক নয় বছরের শিশুর। বৃহস্পতিবার সকালে পিলখানার ১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন হাওড়া পৌরসভার চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী এবং কমিশনার ধবল জৈন সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা। শুনলেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগের কথা। কথা বলেছেন নিহতের পরিবারের সাথেও।
{link}
বুধবার সকালে ১৬ নম্বর ওয়ার্ড পিলখানা সেকেন্ড বাই লেন বাসিন্দা মহঃ রিজওয়ানের নয় বছরের পুত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায়। এই ঘটনা খবর পাওয়া মাত্রই বৃহস্পতিবার সকালে পৌরসভার চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করেন। সেখানে গিয়ে নিহত শিশুর পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি। এরপর এলাকা বাসিন্দারা পৌরসভার চেয়ারম্যানের সামনেই তাদের ক্ষোভ উগরে দেন। দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনায় ভর্তি ১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ড। পৌরসভায় একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনও পুরকর্মীদের দেখা মেলেনি। এমনটাই অভিযোগ করেন এলাকার স্থানীয় বাসিন্দারা। গত চার বছর ধরে পৌর নির্বাচন না হওয়ায় এই সমস্যায় আছেন তারা বলে প্রাথমিকভাবে ধারণা। পৌরসভার চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন দ্রুত এলাকা পরিস্কার ও পরিচ্ছন্ন করে তোলার। এখন দেখার পৌরসভা কতোটা তৎপরতার সাথে এই কাজ করতে সক্ষম হয়। 
{ads}

news Howrah Dengue HMC West Bengal সংবাদ

Last Updated :