header banner

উলুবেড়িয়ায় জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত ভোজ্য তেলের ট্যাঙ্কার, তেল নিতে হুড়োহুড়ি স্থানীয়দের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নং জাতীয় সড়কের জেলেপাড়া ব্রিজের কাছে শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ভোজ্য তেল ভর্তি ট্যাঙ্কার। রাস্তার উপর ট্যাঙ্ক উল্টে যাওয়ার পরেই তা থেকে তেল গড়িয়ে পড়তে শুরু করে রাস্তার। সেই খবর চলে যায় স্থানীয় বাসিন্দাদের কাছে। কয়েকজন তা দেখতে পাওয়ার পড়েই তেল সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে। কেউবা বালতি কেউবা বোতল কিংবা মগ থেকে শুরু করে বড়ো ড্রামে করে সংগ্রহ করতে থাকেন ভোজ্য তেল। এভাবে সুযোগ পেলে কেইবা ছাড়তে চায়?

{link}
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। সূত্রের খবর, ভোজ্য তেল ভর্তি ট্যাঙ্কারটি এদিন কলকাতাগামী লেন দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। তেল ছড়িয়ে পড়ে গোটা রাস্তা জুড়ে। বালতি নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করেন সাধারণ মানুষ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার ফলে ১৬ নং জাতীয় সড়কে যানচলাচল ব্যাহত হয়। তবে, দুর্ঘটনায় হতাহতের খবর নেই। কিন্তু রাস্তা সাফাই করতে বেশ বেগ পেয়ে হয়ে পুলিশ প্রশাসন কে। 
{ads}

news Howrah Uluberia accident West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article