header banner

রবিনসন স্ট্রিটের পুনরাবৃত্তি হাওড়াতে!

article banner

হাওড়াতে দেখা গেল রবিনসন স্ট্রিটের পুনরাবৃত্তি। মৃত স্বামী ও বোনের দেহ আগলে  চারদিন ধরে ঘরে রইলেন মহিলা। শিবপুরের ওলাবিবি তলায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। 

{link}


হাওড়ার চ্যাটার্জীহাট থানার অন্তর্গত ওলাবিবি তলা এলাকায় শ্যালিকা ও জামাইবাবুর মৃতদেহ পাশাপাশি পড়ে রয়েছে। আর তাঁদের মৃতদেহ আগলে পাশে বসে রয়েছেন মৃত ব্যক্তির স্ত্রী এবং মৃত মহিলার দিদি। দুর্গন্ধ ছড়াতেই প্রতিবেশীরা খবর দেয় পুলিশ কে | পুলিশ এসে দেহ উদ্ধার করে মহিলাকে তাকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে। 

{ads}


বেশ কিছুদিন দেখতে না পেয়ে কিছু একটা ঘটনার কথা আশঙ্কা করে সন্দেহ গাঢ় হতে থাকে। বৃহস্পতিবার রাত থেকেই এলাকায়. পচা গন্ধ ছড়াতে থাকে। রাতে খোঁজ খবর করলেও তা বেশিদূর এগোয়নি। এদিন সকালেও হাওয়ার সঙ্গে দুর্গন্ধ গাঢ় হতে থাকে। দুর্গন্ধের উৎসস্থল কোথায় খুঁজতে গিয়ে তাঁরা লক্ষ্য করেন গন্ধ নীতিশবাবুর বাড়ি থেকেই আসছে। 

{link}


প্রাথমিক খোঁজখবর শুরু করেন বাসিন্দারাই ফলে এলাকার বাসিন্দারা আজকে তাদের খোঁজ খবর নিতে শুরু করেন। আর এই খোঁজ খবর নিতে গিয়েই প্রকাশ্যে এলো এই চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় বাসিন্দারা ঘটনার কথা জানিয়ে পুলিশে খবর দেয়। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চ্যাটার্জিরথানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২১/৩ ওলাবিবি তলা লেনের তিন তলার একটি ঘরে দুটি মৃতদেহ পড়ে ছিল। মৃতদের মধ্যে একজন পুরুষ, ও একজন মহিলা। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। স্থানীয়দের বক্তব্য, হাওড়ার বুকে এই ঘটনা কলকাতার রবিনসন স্ট্রিটের ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। এই ঘটনায় এলাকাবাসী যথেষ্টই আতঙ্কিত।

{link}


এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে দুজনের মৃত্যু কীভাবে হল তা এখনও উদ্ধার করা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত বিষয়টির পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব নয়।

{ads}
 

Howrah Olabibitala Robison Street Incident West Bengal 21th May India সংবাদ রহস্য মৃত্যু

Last Updated :