header banner

হাওড়ায় উদযাপিত দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবস

article banner

প্রতি বছরের মতো এবছরও দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হল হাওড়াতে। করোনা পরিস্থিতিকে মাথায় রেখে বিধি নিষেধ মেনেই একপ্রকার পালিত হল প্রজাতন্ত্র দিবস। শিবপুর পুলিশ লাইনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। শিবপুর থানার পুলিশের উদ্যোগে আয়োজিত হয় এই উদযাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন হাওড়া জেলা শাসক মুক্তা আর্য, এছাড়াও ছিলেন পুলিশ সুপার (গ্রামীণ) সৌম্য রায় সহ আরও হাওড়া পুলিশের অনান্য আধিকারিকরা।  

 
মঙ্গলবার ভোরবেলা এই অনুষ্ঠান শুরু হয় শিবপুর পুলিশ লাইনে। পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করা হয় অনুষ্ঠানটি। হাওড়া জেলা শাসক মুক্তা আর্য পতাকা উত্তোলন করেন।এরপর তিনি তার বক্তব্য তুলে ধরেন। তিনি কৃতজ্ঞতা জানান হাওড়া সহ গোটা রাজ্যের প্রশাসনকে। এরপর জাতীয় সঙ্গিত ও গান স্যালুটের মধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

Titanium 2

Howrah Republic Day 72th Republic Day of India Republic Day Celebration India Howrah Howrah City Police West Bengal India

Last Updated : 4 years ago