সামান্য বচসা সেই থেকে দুই পাড়ার বিবাদ আর তার জেরেই এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগে রণক্ষেত্র হাওড়ার শিবপুর এলাকা। সূত্রের খবর মৃতের নাম গুড্ডু চৌরাশিয়া। গতকাল গভীর রাতের ওই ঘটনার জেরে আজ, মঙ্গলবার বিপুল উত্তেজনা ছড়ায় এলাকায়। দোষীদের গ্রেফতারির দাবিতে আজ সকালে জিটি রোড অবরোধ করেন এলাকাবাসী। পরে এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
{link}
স্থানীয়দের থেকে পাওয়া সংবাদ অনুযাই ঘটনার সূত্রপাত ঘটে সোমবার রাতে। শিবপুরের বাগদি পাড়ার গুড্ডু চৌরাশিয়া কোনও একটি বিষয়ে বচসায় জড়িয়ে পড়েন পাশের পাড়ার কয়েকজনের সঙ্গে। সেই বচসাই ক্রমে হাতাহাতিতে পরিনত হয়। গুড্ডুর পক্ষে দাঁড়িয়ে যান তাঁর প্রতিবেশীরা। এবার বিষয়টি দাঁড়িয়ে যায় দুই পাড়ার লড়াই, রনক্ষেত্র হয়ে ওঠে এলাকা। শুরু হয় ইটবৃষ্টি, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান। নিহত ছেলেটিকে ধরে বেধড়ক মারধর করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
{link}
ঘটনার জেরে আজ সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। দোষীদের শাস্তির দাবিতে জিটি রোড অবরোধ করেন স্থানীয়েরা। তাদের দাবি, যতক্ষন পর্যন্ত না দোষীরা শাস্তি পাবেন তারা তাদের বিক্ষোভ অব্যাহত রাখবেন। ঘটনার বিস্তারিত তদন্তে নেমেছে পুলিশ।
.jpeg)