header banner

এ খেলা বোঝা দায়!

article banner

“ট্রফি জিততে হলে আমাদের একটা টিম হিসেবে খেলতে হবে”, আসন্ন বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী নির্বাচিত হওয়ার পর কার্যত এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করলেন মনোজ তিওয়ারি। এবারে একুশের নির্বাচনে শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃনমূল কংগ্রেসের পদপ্রার্থী তিনি। আজ দলের স্থানীয় কর্মীদের সাথে বেশ অনেকক্ষন ধরে মনোনয়নপত্র ফাইল করেন তিনি। নিজের জেতার ব্যাপারেও যথেষ্ট আশাবাদি ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। কিন্তু জয় এতো সহজে আসবে কি?


উল্লেখ্য বিষয় তৃনমূলের প্রার্থী তালিকা ঘোষনা করার পরেই কার্যত খবরের শিরোনামে উঠে আসে হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্র। টিকিট না পাওয়ায় পরের দিনেই দল পরিবর্তন করে বিজেপিতে যোগদান করেন তৃনমূলের বর্ষীয়ান নেতা জটু লাহিড়ী। তালিকা ঘোষনা হওয়ার পরের দিন বিক্ষোভ দেখায় বিভাস হাজরার অনুগামীরাও। একাধিক বিক্ষোভের কর্মসূচি লক্ষ্যনীয় হয়। এরপর দল ত্যাগ করেন বিভাস হাজরাও। যার ফলে একথা স্পষ্ট যে শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃনমূলের অন্যতম শক্ত খুঁটি আর নেই ঘাসফুলে। যার ফলে বেশ খানিকটা শক্তিহীন ও হয়ে পড়েছে এই কেন্দ্রের ঘাসফুল শিবির। এখন নিজের অধিনায়কত্ব করার দক্ষতা দিয়ে দলকে আরও ঠিক কতোটা সঙ্ঘবদ্ধ করে তুলতে পারের মনোজ তিওয়ারি তাই দেখার বিশয়। এবারের খেলা কিন্তু অন্য মাঠে। 

{ads}
 

Howrah Shibpur Manoj Tiwari Bibhas Hazra Jatu Lahiri Politics TMC BJP Election West Bengal Assembly Election 2021 News Howrah West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article