header banner

স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়ার শিবপুর, আপাতত কয়েকটি এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: রাম নবমীর রাত থেকে দীর্ঘ অশান্তি এবং উত্তপ্ত পরিবেশ ও পরিবেশের পর অবশেষে শনিবার হাওড়ার শিবপুর থানা এলাকার জনজীবন সকাল থেকেই স্বাভাবিক ছন্দে ফিরছে। শনিবার প্রতিটি মোড়ে সুরক্ষা এবং নিরাপত্তার উপর লক্ষ্য রেখে করা হয়েছে পুলিশ পিকেট। দোকানপাট খুলেছে এবং মানুষজন বেরিয়েছেন। সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সাধারণ মানুষের জনজীবন।

{link}
অন্যদিকে শিবপুরের অশান্তির ঘটনার জেরে শুক্রবার রাত থেকে হাওড়ায় বেশ কিছু থানা এলাকায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। হাওড়া পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানা এলাকায় শুক্রবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এজেসি বোস থানা, সাঁতরাগাছি থানা, শিবপুর থানা, হাওড়া থানা, দাসনগর থানা, সালকিয়া এলাকা সহ মালিপাঁচঘড়া থানা এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট। অশান্তির ঘটনার জেরেই হাওড়া শহরে আপাতত ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। সূত্রের খবর, শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত হাওড়া শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। এমনকি, ইন্টারনেট প্রদানকারী সংস্থাগুলোকে হাওড়ায় জরুরি অবস্থার জন্য তাদের পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি শিবপুরের ওই এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। তবে বর্তমানে অনেকটাই শান্তি ফিরেছে ওই এলাকায়। 
{ads}

news Howrah Shibpur West Bengal সংবাদ

Last Updated :