header banner

গঙ্গাপারের নির্বাচনী লড়াইয়ে নতুনেই আস্থা দলনেত্রীর

article banner

২০১৬-র পর ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নিজেদের ‘পয়া দিন’ শুক্রবারে দলের পূর্নাঙ্গ প্রার্থী তালিকা নিজের কালিঘাটের বাড়ি থেকে প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উল্লেখযোগ্য বিষয়, একুশের নির্বাচনের বেশ কিছু আগে থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল হাওড়ার নাম। একাধিক গোষ্ঠীদ্বন্দ্বে একের পর এক সংবাদে হাওড়া থেকে নাম উঠে আসছিল তৃনমূলে। তারপরেই রাজীব ব্যানার্জি সহ বৈশালী ডালমিয়া ও রথীন চক্রবর্তীর দলবদলের ফলে কার্যত আগুনে ঘি পড়েছিল। সেখান থেকেই উঠেছিল প্রশ্ন বর্তমানে হাওড়ায় ঠিক কি পরিস্থিতিতে রয়েছে তৃনমূল? বিজেপির হাওড়ায় জয় কি নিশ্চিত? কিন্তু প্রার্থী তালকা প্রকাশে কার্যত তাক লাগিয়ে দিলেন দলনেত্রী। দেখে নিন হাওড়ায় মোট ১৬ কেন্দ্র থেকে কে কে দাঁড়াতে চলেছেনঃ 


 ১) উলুবেড়িয়া পূর্ব- বিদেশ বসু।
২)  শিবপুর- মনোজ তিওয়ারী।
৩) ডোমজুড়- কল্যাণ ঘোষ।
৪) হাওড়া উত্তর- গৌতম চৌধুরী।
৫) মধ্য হাওড়া- অরুপ রায়।
৬) হাওড়া দক্ষিণ- নন্দিতা চৌধুরী।
৭) জগৎবল্লভপুর- সীতানাথ ঘোষ।
৮) আমতা- সুকান্ত পাল।
৯) বাগনান- অরুণাভ সেন।
১০) উলুবেড়িয়া উত্তর- নির্মল মাঝি।
১১) সাঁকরাইল- প্রিয়া পাল।
১২) উদয়নারায়নপুর- সমীর পাঁজা।
১৩) শ্যামপুর- কালিপদ মন্ডল।
১৪) উলুবেড়িয়া দক্ষিণ- পুলক রায়।
১৫) বালি- রানা চট্টোপাধ্যায়।
১৬) পাঁচলা- গুলশান মল্লিক।


এই কেন্দ্রগুলির মধ্যে থেকে অবশ্যই একটি উল্লেখযোগ্য এবং একুশের নির্বাচনের মধ্যে সর্বাধিক আলোচনায় থাকা একটি কেন্দ্র হল ডোমজুড়। ডোমজুড় থেকে ঘাসফুলের প্রার্থী নির্বাচিত হয়েছেন কল্যান ঘোষ। অন্যদিকে কয়েকদিন আগে নিজেকে শিবপুর কেন্দ্রে প্রার্থী হিসেবে ঘোষনা করেছিলেন জটু লাহিড়ী। শিবপুর কেন্দ্রে তার যায়গায় প্রার্থী করা হয়েছে সদ্য তৃনমূলে যোগ দেওয়া ক্রিকেটার মনোজ তিওয়ারি কে। নির্বাচনে টিকিট পাননি বর্ষিয়ান নেতা ব্রজমোহন মজুমদারও। মধ্য হাওড়া নিজেদের অভিজ্ঞ ও পুরোনো নেতা অরূপ রায়ের উপরেই ভরসা রেখেছে ঘাসফুলের শিবির। যার ফলে একটা কথা স্পষ্ট যে বর্ষিয়ান নয়, তার পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রে নতুন এবং যুব মুখেদের উপর ভরসা করছে তৃনমূল। অন্যদিকে বিতর্কিত ও গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত কেন্দ্র বালি তে প্রার্থী করা হয়েছে রানা চট্টোপাধ্যায় কে। তালিকায় যে চমক থাকতে চলেছে তা অনুমান করেছিলেন অনেকেই। এবং তা রয়েছেও, কার্যত ময়দানে নিজেদের অন্যতম শক্তিশালি সেনাপতি দের দিয়ে দল নামিয়ে দিল ঘাসফুল।
{ads}

Howrah Trinamool Congress Assembly Election Election West Bengal Assembly Election Mamata Banerjee Candidates Kalyan Ghosh Manoj Tiwari News Breaking News Howrah West Bengal India

Last Updated :