header banner

দল থেকে পদত্যাগ হাওড়া সদর তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি অনুপম ঘোষের

article banner

ফের হাওড়াইয় তৃনমূলের শীর্ষ নেতার পদত্যাগ। রাজীব ব্যানার্জির পর এবার উঠে এলো অনুপম ঘোষের নাম। আজ হাওড়া সদর তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি অনুপম ঘোষ পদত্যাগ করলেন দল থেকে। পদত্যাগ পত্র জমা দিয়েছেন পশ্চিমবঙ্গ যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জির কাছে। ১৯৯৮ সাল থেকে তৃনমূলের হয়ে কাজ করছিলেন তিনি। অত্যন্ত দুঃখের সাথে তাকে এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ২০১৫ থেকে হাওড়া জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতির পদ সামলেছেন তিনি। অভিযোগ শেষ কয়েক মাস ধরে দলে কাজ করতে দেওয়া হয়নি তাকে। যে কোন সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রেই শীর্ষ নেতাদের হস্তক্ষেপ এসে পড়েছে । এই সমস্ত ঘটনার ফলেই অসন্মানিত এবং অপমানিত বোধ করায় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন হাওড়ার এই তৃনমূলের নেতা। 


রাজীব ব্যানার্জি, বৈশালী ডালমিয়া, লক্ষীরতন শুক্লা সহ রথীন চক্রবর্তির পর এবার অনুপম ঘোষ। কার্যত এতোদিন ধরে যারা হাওড়ায় তৃনমূলের দুর্গ সামলে রেখেছিলেন, হেঁটেছিলেন মমতা ব্যানার্জির পাশে সবাই আজ দলের প্রতি ক্ষোভ নিয়ে দল ছেড়েছেন। চোখের জলে মন্ত্রিত্ব ছেড়েছেন রাজীব ব্যানার্জি। তার উপর রবিবার হাওড়ায় ডুমুরজলা স্টেডিয়ামে আসছেন অমিত শাহ। ঠিক সেই জনসভার দুদিন আগেই দল থেকে পদত্যাগ কি তবে অন্য শিবিরে যোগদানের ইঙ্গিত দিচ্ছে? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

 {ads}
 

Howrah Trinamool Congress TMC Howrah District Trinamool Youth Congress President Resignation Trinamool Youth Congress Abhishek Banerjee Politics Election West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article