header banner

পুরানো ভালো জলের লাইন সত্ত্বেও নতুন লাইন নির্মানের জন্য টাকা চাওয়ার অভিযোগ হাওড়ায়

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: নতুন পানীয় জলের সংযোগের জন্য বাড়ি পিছু টাকা চাওয়ার অভিযোগ হাওড়ার ৪৭ নম্বর ওয়ার্ডের মনসা মন্দির পাড়ার বাসিন্দাদের। নতুন পরিশ্রুত পানীয় জলের জন্য পাইপ লাইন বসানোর কাজের সূচনা হয়েছিল আগেই। আর এই নতুন লাইনে সংযোগ নেবার জন্য এবার বাড়ি পিছু আড়াই হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। জগাছার মনসা মন্দির পাড়া এলাকার বাসিন্দারা এর প্রতিবাদে বন্ধ হল কাজ।

{link}
শিবপুর বিধানসভা কেন্দ্রের ৪৭ নম্বর ওয়ার্ডের মনসা মন্দির পাড়া। প্রায় শ পাঁচেক মানুষ বসবাস করেন এখানে। গত সপ্তাহে এখানে বিশুদ্ধ পানীয় জলের জন্য নতুন পাইপ লাইন বসানোর কাজ শুরুর সূচনা হয়। এরপর রাতারাতি কাজও শুরু হয়ে যায়। বেশীরভাগ পাইপ লাইন বসানোর পর আড়াই হাজার টাকা বাড়ি পিছু চাওয়া হয় বলে অভিযোগ বাসিন্দাদের। তারা জানান, এলাকায় তাদের পানীয় জলের কোনও সমস্যাই নেই। কিন্তু তা সত্ত্বেও নতুন পানীয় জলের সংযোগ নেবার জন্য টাকা চাওয়া হচ্ছে।ঠিকাদার কিছু লোকজনকে সঙ্গে নিয়ে এসে রীতিমত হুমকি দিয়ে গেছে যে টাকা না দিলে পুরানো লাইনে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।এদিন এলাকার লোকজন পাইপ লাইনের কাজ বন্ধ করে দেন। তবে এলাকার বিধায়ক মনোজ তিওয়ারি বাইরে থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, পুরসভার সংযুক্ত ওয়ার্ডগুলোতে পানীয় জল সরবরাহ করে থাকে  কেএমডিএ।এখানে নতুন পাইপ লাইন ওই সংস্থা বসাচ্ছে। তাদের আধিকারিকদের সাথে কথা হয়েছে।সুজয়বাবু স্পষ্ট করেই জানিয়েছেন কেএমডিএ জানিয়েছে ওই এলাকায় পুরানো পাইপ লাইনে জল সরবরাহ আগের মতোই থাকবে। নতুন লাইনে জল নিতে চাইলে নিতে পারেন বাসিন্দারা। তবে এরজন্য টাকা দেওয়ার কোনও প্রয়োজন নেই।

{ads}

news Howrah West Bengal HMC সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article