header banner

Belgachia : বৃষ্টির জল জমে দুর্বিষহ অবস্থা হাওড়ায়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : হাওড়া পৌরসভার (Howrah Municipality) পক্ষ থেকে কথা দিয়েছিলো যে এবার আর হাওড়াবাসীকে জলে ভাসতে হবে না। কিন্তু বাস্তবে তার উল্টোটাই হলো। এ বারের বর্ষায় যাতে হাওড়াবাসীকে জমা জলের সমস্যায় ভুগতে না হয়, তাই একগুচ্ছ পরিকল্পনা নিয়েছিল হাওড়া পুরসভা।

{link}

তার মধ্যে প্রধান কাজ ছিল, বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন পচাখাল সংস্কার। কিন্তু গত মাসে বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে বুজে যায় সেই পচাখাল। আর তাতেই খাল সংস্কারের কাজ শুরু হলেও বারবার শিট পাইলিং ব্যর্থ হতে থাকে। যার ফলে থমকে যায় খাল সংস্কারের কাজ। এর ফলে, হাওড়া শহরের মূলত বামুনগাছি এলাকায় ফের জল জমতে শুরু করে। শুক্রবারের কয়েক ঘণ্টার বৃষ্টিতে সেই জলের উপরে নতুন করে বৃষ্টির জল জমে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে বামুনগাছি ও বেলগাছিয়া (Belgachia) এলাকায়।

{link}

এ দিনের বৃষ্টি প্রমাণ করে দিয়েছে, বেলগাছিয়া খাল সংস্কার না হলে, এ বছরও ফের বর্ষায় ভুগতে হবে এলাকার মানুষকে। বৃষ্টি থেমে যাওয়ার পরে চব্বিশ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত জল নামেনি বামুনগাছি, ঘাঁটাপাড়া, রেল কলোনি, প্রফুল্ল সেন কলোনি, হরিশ কলোনি, বিবেক নগর–সহ অন্যান্য জায়গায়। কোথাও হাঁটু সমান, আবার কোথাও গোড়ালি সমান জল জমে আছে। অনেক বাড়ির ভিতরেও জল ঢুকে গিয়েছে। বেশিরভাগ বাড়ির এক তলায় জল। বামুনগাছি কেন্দ্রীয় বিদ্যালয়ের ভিতরেও জল। জল পেরিয়েই ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে। তার সঙ্গে অনেক জায়গায় পানীয় জল পর্যাপ্ত নয় বলেও বাসিন্দাদের অভিযোগ।

{ads}

 

News Breaking News Howrah Municipality Howrah Belgachia সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article