header banner

Laxmi Puja 2025: লক্ষাধিক মানুষের সমাগম! বারোয়ারি লক্ষ্মীপুজোর জন্য বিখ্যাত হাওড়ার 'খেলনা' গ্রাম

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কিছুদিন পূর্বেই শেষ হয়েছে দুর্গাপুজো। বাঙালির ঘরে ঘরে এখনও পর্যন্ত বিজয়ার রেশ কাটেনি। কিন্তু, ইতিমধ্যেই সময় হয়েছে দেবী লক্ষ্মীর মর্তে ফিরে আসার। প্রতিটি দুর্গাপুজোর প্যান্ডেলে লক্ষ্মীপূজা হলেও, এটি মূলত ঘরোয়া পূজা হিসাবেই পরিচিত। সাধারণভাবে, 'বারোয়ারি লক্ষ্মীপুজো' কথাটাই অনেকে শোনেন নি। কিন্তু হাওড়া জেলার খালনা গ্রাম বর্তমানে রীতিমত বিখ্যাত হয়ে উঠেছে বারোয়ারি লক্ষ্মীপুজোর কারণে। এই গ্রামে একের পর এক প্যান্ডেলে লক্ষ্মী প্রতিমা দেখতেই ঢল নামে মানুষের।

{link}

একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, সরকারি হিসাবে এই একটি গ্রাম পঞ্চায়েতে ২৫টি বারোয়ারি লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে খালনা গ্রামের উপপ্রধান জানিয়েছেন, সরকারি খাতায় সব পুজোর হিসেব নেই। কিন্তু ওই গ্রামে একশোরও বেশি লক্ষ্মীপুজো হয়। তার মধ্যে ২৫ থেকে ৩০টি বারোয়ারি লক্ষ্মীপুজো। এখানকার বিভিন্ন বারোয়ারি ক্লাব লক্ষ্মীপুজোয় শহরের দুর্গাপুজোর মতোই থিম পুজো করেন। কখনও জঙ্গল, কখনও সমুদ্র, কখনও বা পাহাড়– হরেক থিমে সেজে ওঠে মা লক্ষ্মীর আরাধনার মণ্ডপ। সারা গ্রামের মানুষ আনন্দে মেতে ওঠেন।

দুর্গাপুজোর ঠিক পরেই আলো, প্যান্ডেল, থিম থেকে শুরু করে এইসব পুজোতে থাকে  অভিনবত্বের ছোঁয়া। খালনা গ্রামটি আমতা বিধানসভা এলাকার মধ্যে পড়ে। স্থানীয় বিধায়ক জানান, খেলনা গ্রামের লক্ষ্মীপুজোয় লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে। সেই বিষয়টির উপর লক্ষ্য রেখেই সুবন্দোবস্ত করতে ব্যবস্থা নিতে বলা হয় পুলিশ ও প্রশাসনকে। পুলিশ ক্যাম্প ছাড়াও থাকে মেডিক্যাল টিম। আজ ওই গ্রামের সর্বত্র উৎসবের আয়োজন। শিশু থেকে বৃদ্ধ সকলেই মেতে উঠেছেন লক্ষ্মী পুজোতে। দেবী লক্ষ্মীর আগমনে গমগম করছে সম্পূর্ণ গ্রাম। 

{ads}

Khalna Village Howrah West Bengal Laxmi Puja Laxmi Puja 2025 News Laxmi Puja

Last Updated :

Related Article

Latest Article