header banner

বৃহস্পতিবার রাতে উলুবেড়িয়ায় ভয়াবহ অগ্নীকাণ্ডে ভস্মীভূত ১৫-২০ টি দোকান

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নীকাণ্ড হাওড়ার উলুবেড়িয়ায়। তিনটি ভিন্ন যায়গার অগ্নীকাণ্ডে পুড়ে ছাই একাধিক দোকান। আগুন লাগার দীর্ঘক্ষন পর ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে দমকলের চারটি ইঞ্জিন। গতকাল রাতে আনুমানিক ১২:৪০ মিনিটে উলুবেড়িয়া শহরের তিনটি ভিন্ন জায়গায় ভয়াবহ আগুন লাগে। দমকল ও স্থানীয় সূত্রের খবর অনুযাই প্রাথমিকভাবে অনুমান, তিনটি জায়গায় মিলিয়ে আগুনে ভস্মীভূত হয়েছে প্রায় ১৫-২০টি দোকান। এছাড়াও আরও বেশ কয়েকটি ছোটখাটো দোকানে আগুন লাগালেও সেগুলি সেরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। উলুবেড়িয়া ১১ ফটোক, উলুবেড়িয়া লকগেট ও উলুবেড়িয়া ইনস্টিটিউট হলের সামনে এই তিনটি জায়গাতে আগুন লাগে। উলুবেড়িয়ার দমকলের দুটি ইঞ্জিন গঠনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে অন্যান্য জায়গা থেকে দমকলের আরও দুটি ইঞ্জিন এসে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

{link}

স্থানীয় এলাকায় মানুষের অভিযোগ এটা কোন দুষ্কৃতীদের তান্ডব। স্থানীয়েরা দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। কিন্তু এলাকার মানুষের আরও অভিযোগ আগুন লাগার সময় তারা বিভিন্ন দপ্তরে ফোন করলে সেরকম ভাবে সাড়া মেলেনি। দীর্ঘক্ষন কেটে যাওয়ার পর ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। তবে কি থেকে এই অগ্নীকাণ্ডের ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। সেই বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে দমকল বাহিনীর পক্ষ থেকে। 
{ads}

news fire Uluberia Howrah Shops West Bengal সংবাদ

Last Updated :