শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: 'SIR' আবহে যখন বেশ উত্তপ্ত চারিদিক সেই পরিবেশে আবার উদ্ধার প্রচুর ভোটার কার্ড। নদীয়া শান্তিপুর থেকে উদ্ধার হলেও জানা যাচ্ছে এর মধ্যে বেশ কিছু কার্ড উত্তর ২৪ পরগনার। প্রথমে চোখে পড়ে স্থানীয় বাসিন্দারই। মুহূর্তেই লোকমুখে খবরটা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। মুহূর্তেই জমে যায় ভিড়। স্থা্নীয় বাসিন্দারাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে শেষ পর্যন্ত কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। এক স্থানীয় বাসিন্দা বলছেন, বস্তাটা ফাটা ছিল। ওটা দেখেই সন্দেহ হয়। পা দিয়ে নাড়া দিতেই ভোটার কার্ডগুলি বেরিয়ে আসে। দেখে তো মনে হচ্ছে চারশো থেকে পাঁচশো কার্ড আছে। সঙ্গে আবার অনেক কাগজপত্রও রয়েছে।
{link}
বর্তমান আবহে এই পরিত্যাক্ত ভোটারকার্ড যথেষ্ট সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। এমনিয়েই নির্বাচন কমিশনের ধারণা এখানে যথেষ্ট ফলস ভোটার কার্ড আছে। এদিকে রাত পোহালেই কৃষ্ণনগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের গর্ভমেন্ট কলেজের মাঠে জনসভা করার কথা রয়েছে তাঁর। তার স্বভাবতই এ ঘটনায় রাজনৈতিক মহলে দানা বেঁধেছে বিতর্ক। পুরোদমে চলছে চাপানউতোর। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে বিজেপির লোকজন এই কার্ড ফেলে গিয়েছে। এলাকার তৃণমূল নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য তপন সরকার বলছেন, “মুখ্যমন্ত্রী তো এই ১২ নম্বর জাতীয় সড়কের উপর দিয়েই যাবেন। তাই তার আগে অন্য জেলা থেকে এই সব কার্ড নিয়ে ফেলে রেখে দেওয়া হয়েছে। এটা বিজেপির কাজ।" কাজ যারই হোক, বিষয়টা যে যথেষ্ট উদ্বেগের তাতে সন্দেহ নেই।
{ads}