header banner

Punjab : স্কুলছুটে আটকা পড়ুয়াদের বাঁচাল ‘মানব সেতু’

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রবল বর্ষানে হঠাৎ রাস্তায় ধস নামে। রাস্তার মাঝে ৫ফুট গর্ত হয়ে যায়। আটকে পরে স্কুলের পড়ুয়ারা। গুরুদ্বরা থেকে ঘোষণা হতেই উদ্ধারে করতে এগিয়ে এলেন গ্রামের দুই বাসিন্দা। তৈরি করলেন ‘মানব সেতু’। তাঁদের উপর দিয়ে হেঁটে নিরাপদ স্থানে এল একে একে ৩৫জন পড়ুয়া। পাঞ্জাবের (Punjab) লুধিয়ানের (Ludhiana) মালেয়ান পঞ্চায়েত।

{link}

ভরা বর্ষায় ভেসে গিয়েছে খেত, ধসে যায় রাস্তা। বাচ্চাদের স্কুলও ১০টায় ছুটি দেওয়া হয়। কিন্তু রাস্তা বন্ধ। পড়ুয়ারা আটকে পড়েছে জানতে পেরে স্থানীয়দের সঙ্গে ঘটনাস্থলে যান সুখবিন্দর সিং ও গগনদীপ সিং। যখন অনেক চেষ্টার পরও উদ্ধার করা যায়নি পড়ুয়াদের। প্রশাসনের কাছে খবর গেলেও পাত্তা নেই কারও। তখনই সুখবিন্দর ও গগনদীপ সিদ্ধান্ত নেন মানব সেতু করার। ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে।

{link}

দুই প্রান্তের মাঝে তৈরি হওয়া প্রায় ৫ ফুটের ফাটলে শুয়ে পড়েন দু’জনে। একে একে ৩৫ জন পড়ুয়া তাঁদের উপর দিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। শুধু পড়ুয়ারাই নয়, ১০জন বাসিন্দাদেরও উদ্ধার করেছেন তাঁরা। এই ঘটনা সামনে আসতেই গ্রামের ‘হিরো’ সুখবিন্দর ও গগনদীপ। স্থানীয় পঞ্চায়েত থেকেও তাঁদের সংবর্ধনা জানানো হয়েছে।

{ads}

News Breaking News Punjab সংবাদ

Last Updated :

Related Article

Latest Article