শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মুর্শিদাবাদ (Murshidabad) এখন অনেকটা শান্ত হলেও বহু মানুষ ঘর ছেড়ে মালদায় শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছে। এক পরিবারের বাবা ও পুত্র সহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় স্বতঃপ্রণোদিত অ্যাকশন জাতীয় মানবাধিকার কমিশনের দলের। ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে কমিশনকে।
{link}
সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করেছে জাতীয় মানবাধিকার কমিশন। ঘটনার তদন্তে ডিজি (তদন্ত বিভাগ)-কে বিশেষ টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ডিজি (তদন্ত বিভাগ)-কে লেখা চিঠিতে জাতীয় মানবাধিকার কমিশনের আইন বিভাগ জানিয়েছে, "মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদের মাঝে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত নানান সংবাদ প্রতিবেদনে বাবা-ছেলেকে খুনের অভিযোগ উঠে এসেছে। ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ।
{link}
এই মর্মে মুর্শিদাবাদে ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত বিভাগকে আধিকারিকদের নিয়ে টিম গঠনের নির্দেশ দেওয়া হচ্ছে। তদন্ত রিপোর্ট ৩ সপ্তাহের মধ্যে জমা দিতে হবে কমিশনকে।"গোটা মুর্শিদাবাদ থেকে যে ছবি উঠে এসেছে তা রীতিমতো উদ্বেগের। সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ, জঙ্গিপুরে ভয়াবহ পরিস্থিতি। ওয়াকফ ইস্যুতে প্রতিবাদের নামে যে তাণ্ডব চালানো হয়েছে, তাতে হিন্দুদের মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ। সেই তদন্তই এবার আসছে জাতীয় মানবাধিকার কমিশনের টিম।
{ads}