header banner

Gujarat : ৫ বছরের শিশুকে নরবলি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ২০২৫ সালেও যখন তন্ত্র সাধনার জন্য বলি দেওয়া হয়, তখন বুঝতে হবে এদেশের মানুষ আধুনিক সভ্যতা থেকে কত পিছিয়ে আছে। এমন নির্মম ঘটনায় সারা দেশকে নাড়া দিয়ে গেছে। নিজের বাড়ির সামনেই খেলছিল ৫ বছরের মেয়েটি। কিন্তু এইভাবে যে ফুটফুটে শিশুটিকে কুসংস্কারের ‘বলি’ হতে হবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি কেউ।

{link}

তন্ত্রসিদ্ধির জন্য বাড়ির সামনে থেকে বাচ্চা মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে গলা কেটে খুন করার অভিযোগ উঠল এক উন্মত্ত ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, বাচ্চাটির রক্ত বাড়িতে তৈরি মন্দিরের সিঁড়িতে রাঙিয়ে দেয় সে! ভয়ংকর এই ঘটনা গুজরাটের (Gujarat) পানাজ গ্রামের (Panaj)। জানা গিয়েছে, অভিযুক্তের নাম লালু তড়ভি। এলাকায় তন্ত্র সাধনার জন্য পরিচিত সে। অভিযোগ, সোমবার বাচ্চা মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় লালু। সবাই তাকে ভুবা বলে ডাকতো। কুঠার দিয়ে মেয়েটির গলা কেটে হত্যা করে সে। তারপর মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার মন্দির রয়েছে। ওই মন্দিরের সিঁড়িতেই শিশুটির রক্ত মাখিয়ে দেয় সে।

{link}

কিন্তু এখানেই সে থামেনি। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই আরেকটি বাচ্চা মেয়েকে বলি দেওয়ার জন্য অপহরণ করে নিয়ে যায়। কিন্তু মেয়েটিকে হত্যা করার আগেই গ্রামবাসীরা তাকে ধরে ফেলে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। এরপর ভুবার বাড়ির গিয়ে ওই ৫ বছরের শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ভুবাকে। পুলিশ জানিয়েছে, শিশুটির ঘাড়ে ও গলায় গভীর ক্ষত রয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

{ads}

News Breaking News Panaj Gujarat সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article