header banner

সুষমা দত্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে সুন্দরবনে শীতবস্ত্র প্রদান ১০০টি পরিবারকে

article banner

একদিকে যখন গোটা শহর সহ বিশ্ব মেতেছে বড়োদিনের উৎসবে , যখন সেই আমেজে সবাই আনন্দে মাতোহারা হয়ে উঠেছে, অন্যদিকে তখনই কিছু মানুষের এই প্রবল শীতে গায়ে ঢাকা দেওয়ার কম্বলের সম্বলটুকুও নেই। আমফানে তারা অনেকেই হারিয়েছেন অনেক কিছু, ঝড়ের দাপটে ভেঙে গেছে তাদের ঘর। সেইরকম কিছু মানুষদেরই পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল সুষমা দত্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে। ঠিক যখন উৎসবের মেজাজে আনন্দে মেতে উঠেছিল শহরবাসী তখনই তারা পৌঁছে গিয়েছিলেন দক্ষিন সুন্দরবনের বালিয়াড়া গ্রামে। যে গ্রামের গ্রামবাসীরা এখনও সামলে উঠতে পারেনি আমফানের আঘাত এবং শীতবস্ত্রের সম্বলও তাদের প্রায় নেই বললেই চলে, এমন কি এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকেও কোন সাহায্য পৌছয়নি বলেও জানিয়েছেন কিছু গ্রামবাসীরা। এহেন মানুষদের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা। ফাউন্ডেশনের একজন কর্মী জানিয়েছেন ১০০ টি পরিবারের হাতে তাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল এবং শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে, এ ব্যাপারে তাদের সাহায্য করেছেন স্থানীয় কিছু মানুষজন ও থানা প্রশাসক। পরে এইভাবেই আরো অনেক মানুষের কাছে তারা সাহায্য নিয়ে পৌছে যাবেন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সদস্যরা। হাতে শীতের পোশাক পেয়ে চওড়া হাসির দেখা মিলেছে গ্রামবাসীদের মুখে। 

{ads}

Humanity Winter Sundarban Baliara Village Distribution of winter clothes West Bengal India

Last Updated :