header banner

Gujarat : মানুষ আর কুমির পাশাপাশি ঘর করছে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তুমুল বৃষ্টিতে ছারখার গুজরাট। গত বেশ কয়েকদিন ধরেই গুজরাটের বিস্তীর্ণ অঞ্চলে হয়ে চলেছে প্রবল বৃষ্টি। বৃষ্টিতে গুজরাটে (Gujarat) বিশ্বামিত্রি-সহ বেশ কয়েকটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর জল ঢুকে পড়েছে লোকালয়ে। পাশাপাশি বিশ্বামিত্রি নদী (Vishwamitri River) থেকে একাধিক কুমিরও (crocodile) ঢুকে পড়েছে জনবসতিপূর্ণ এলাকাগুলিতে। 

{link}

রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির! একটি নয়, একাধিক। কারও মুখে মরা জীবজন্তু, তো কেউ খাবারের খোঁজে হন্য হয়ে এ দিক-ও দিক ঘুরে বেড়াচ্ছে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ জনগণের মধ্যে। রাস্তাতেও ঘুরে বেড়াচ্ছে কুমিরের দল। ঠিক যেন দুঃস্বপ্ন! যদিও বন্যা কবলিত গুজরাটের বরোদা শহরে (Vadodara) এটাই এখন বাস্তব চিত্র। মানুষ আর কুমির পাশাপাশি ‘ঘর’ করছে। অবশ্যই ভালোবেসে নয়, বরং আতঙ্কে কাঁটা জনতা।

{link}

এই বর্ষায় ইতিমধ্যে অন্তত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এখানে ওখানে দেখা যাচ্ছে কুমিরের দল। ইতিমধ্যে ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিও। সেখানেই দেখা গিয়েছ, বরোদা শহর এবং আশপাশের লোকালয়ে রাস্তায় কুমির ঘুরে বেড়ানোর দৃশ্য। একটি ভিডিওতে দেখা গিয়েছে, কুমিরের মুখে রয়েছে মরা কুকুর। অন্য ভিডিওতে একটি বাড়ির নিচু ছাদে দেখা গিয়েছে একটি কুমিরকে। বরোদা এবং আশেপাশের এলাকায় বসবাসকারী তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যাঁরা রয়ে গিয়েছেন, তাঁরা প্লাবনের পাশাপাশি কুমিরের আতঙ্কে কাঁটা।

{ads}

News Breaking News Vishwamitri River Gujarat Crocodile Vadodara Social Media Viral Video Internet সংবাদ

Last Updated :