header banner

Humayun Kabir: ৪৮ ঘন্টার সময়সীমা! এবার সোজাসুজি দলকে চ্যালেঞ্জ ছুঁড়লেন হুমায়ুন

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন। স্বাভাবিক কারণেই  প্রশ্ন উঠেছে - তারপর? ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'সম্মান দিয়ে নেতৃত্বের জন্য এখনও অপেক্ষা করছি। আমাদের লেজে পা দিলে, আমরাও ছোবল মারতে জানি।' এছাড়া তিনি তৃণমূলকে সময় দিয়েছেন মাত্র ৪৮ ঘণ্টা। এই সময়ের মধ্যে তিনি মুর্শিদাবাদের রাজনৈতিক রং বদলে দেবেন বলে দাবি করেছেন। তাঁর কথায়, '...দল যদি মনে করে অসভ্য ব্যক্তিদের দরকার নেই, তাহলে ৪৮ ঘণ্টার মধ্যে দেখিয়ে দেব মুর্শিদাবাদের রাজনীতির রং ঠিক কীভাবে পাল্টাবে।' অর্থাৎ সোজাসুজি দলকেই চ্যালেঞ্জ দিয়ে বসলেন এই নেতা। মুর্শিদাবাদের নেতা হুমায়ুন কবীরকে নিয়ে দীর্ঘদিন সমস্যায় রয়েছে তৃণমূল। একাধিকবার তাঁকে মুখ খুলতে বারণ করা হয়েছে। তবে সেই বারণে থোরাই কেয়ার হুমায়ুনের।

{link}

  তিনি বারবারই প্রকাশ্যে মুখ খুলেছেন দলের একাধিক নেতার বিরুদ্ধে। এমনকী দলকেও দিয়েছেন চ্যালেঞ্জ। নতুন দল ঘোষণা করতে পারেন বলেও জানিয়েছেন তিনি। আর সেই ধারা এখনও বয়ে চলেছে। ইতিমধ্যেই হুমায়ুনকে নিয়ে তৃণামূলের শৃঙ্খলা কমিটির বৈঠক হয়েছে। সেখান থেকে এই নেতাকে চুপ থাকার বার্তা দেওয়া হয়েছে। যদিও তাঁকে সাসপেন্ড করা বা দল থেকে বের করে দেওয়ার কোনও নির্দেশ সামনে আসেনি। শেষে তিনি বলেন, 'আমরা কাউকে আগে আঙুল দেখাই না। কিন্তু আমাদের উপর আঙুল তুললে আমরা দুই আঙুল তুলে দেখাব। ইঁট ছুড়লে পাথরে দেওয়া হবে জবাব। এতদিন অনেক কিছু মুখ বুঁজে সহ্য করেছি।' কিন্তু কার বিরুদ্ধে তার এই ক্ষোভ তা অবশ্য তিনি স্পষ্ট করেন নি।

{ads}

Politics News Humayun Kabir News Trinamool Congress TMC News Bengali News West Bengal সংবাদ হুমায়ুন কবীর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article