শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বেশ কিছুদিন ধরেই ভরতপুরের বিধায়ক দলের মধ্যে থেকেও দলের বিরোধিতা করছিলেন। এবার যেন তা আরো স্পষ্ট হলো। ১৫ অগাস্টের পর নতুন দল গড়ার ঘোষণা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir)। জেলা নেতৃত্বের বিরোধিতা করেই নতুন দল গড়ার সিদ্ধান্ত নিলেন হুমায়ুন। মালদহ, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর, নদিয়ায় ৫০ আসনে প্রার্থী দেবে হুমায়ুনের দল।
{link}
হুমায়ুন স্পষ্ট জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ক্ষোভ নেই। কিন্তু তাঁর অভিযোগ, নেত্রীর নির্দেশও মানছে না মুর্শিদাবাদ (Murshidabad) জেলা নেতৃত্ব। হুমায়ুনের বক্তব্য়, “দল করে প্রমাণ করতে চাই চাষ বলদ দিয়েই হয় , ছাগল দিয়ে না।” হুমায়ুন বলেন,'আমি শুধু মুর্শিদাবাদকেন্দ্রীক দল গড়ব না। মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, নদিয়ার একটা অংশ, ৫০-৫২ সিট নিয়ে দলটা করব।”
{link}
হুমায়ুনের কবীরের সাফ বক্তব্য, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাঁর কোনও ক্ষোভ নেই। ক্ষোভ মূলত জেলা নেতৃত্বকে নিয়ে। এক্ষেত্রে তাঁর নিশানায় ফিরহাদ হাকিম, খলিলুর রহমান, অপূর্ব সরকাররা। হুমায়ুন বলেন, “যাঁরা সভাপতি রয়েছেন, তাঁরা সমস্যা। কোনও আলোচনা করেননি। কোনও গুরুত্ব আমি পাই না। বিধানসভার ক্ষেত্রে পাই না, ৬২ বছর ধরে যেখানে থাকি, রেজিনগর বিধানসভাতেও গুরুত্ব নেই। আমাদের থেকে যারা অনেক জুনিয়র, অপূর্ব সরকার হোক, কিংবা খলিলুর রহমান তাঁরা গুরুত্ব পাচ্ছেন।”
{ads}