header banner

Humayun Kabir: গদির জন্য বেপরোয়া! বিজেপি, মিম -এর পর এবার বামেদের চাইছেন হুমায়ুন

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হুমায়ুন কবীর একসময় বললেন তিনি বিজেপির সমর্থন নিয়েই রাজ্যে মুখ্যমন্ত্রী হচ্ছেন। আবার তিনি মিম - এর সঙ্গে হাত মিলিয়েছেন। এখন বামেদের চাইছেন। খবরে প্রকাশ, বুধবার একটি হোটেলে সেলিমের সঙ্গে হুমায়ুনের সাক্ষাৎ হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, জোটের বিষয়ে আলোচনা হয়েছে। মালদহ ও মুর্শিদাবাদে কীভাবে জোট গড়া যায়, কী সুবিধা হবে, তা নিয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আগেই হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন। গত ডিসেম্বর মাসে জনতা ইউনাইটেড পার্টি নামে নতুন দল গঠন করেন হুমায়ুন। তিনি ঘোষণা করেছিলেন, একাই শতাধিক আসনে প্রার্থী দেবেন তিনি। দল গঠনের দিনই মঞ্চ থেকে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তিনি। পরে হুমায়ুন বলেছিলেন, সিপিএম ও আইএসএফের সঙ্গে জোটে আগ্রহী তিনি। এবার সেলিমের সঙ্গে আলোচনায় সেই পথই প্রশস্ত হল কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে।

{link}

  হুমায়ুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জোট নিয়ে সুন্দর আলোচনা হয়েছে। জোট না করার থাকলে তো কেউ ১ ঘণ্টা ১০ মিনিট আলোচনা করতেন না। সদর্থক আলোচনা হয়েছে, এটুকু বলতে পারি।” তবে কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী নন হুমায়ুন। তিনি বলেন, “আমি আমার দলের সিদ্ধান্ত নেওয়ার মালিক। কংগ্রেসের সঙ্গে জোট হবে কি না সেটা সেলিম দেখবেন।” কয়েকদিনের মধ্যে সবটা পরিষ্কার হয়ে যাবে বলে জানান তিনি। এর আগে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গেও বামেদের আলোচনা হয়েছে আলিমুদ্দিনে। এখন আলিমুদ্দিন শেষ সিদ্ধান্ত নেবে।

{ads}`

Humayun Kabir News Bengali news West Bengal CPIM Mamata Banerjee WB Assembly Elections সংবাদ রাজনীতি মিম তৃণমূল কংগ্রেস

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article