শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : শতাধিক লোকাল ট্রেন বাতিল, চূড়ান্ত ভোগান্তিতে বারাসাতে রেল যাত্রীরা। দমদম স্টেশনে নন ইন্টার লোকিং এর কাজের জন্য শিয়ালদা বনগাঁ এবং শিয়ালদা হাসনাবাদ লাইনের শতাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যদিও শতাধিক লোকাল ট্রেন বাতিল করলেও কিছু লোকাল ট্রেন চলবে এমনটা জানানো হয়েছিল রেল কর্তৃপক্ষের তরফ থেকে। কিন্তু আজ সকাল আটটার পর থেকে শহরতলীর একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন ভোগান্তির শিকার হয় রেল যাত্রীরা।
{ads}
Last Updated :