header banner

‘করোনায় আশির্বাদরূপি মৃত্যুকে ভয় পাই না, খিদের জ্বালাকে বড়ো ভয় পাই’

article banner

দীর্ঘদিন কাজ করেছেন হাসপাতালে। বহুদিন ধরেই করে এসেছেন মানুষের সেবা। কিন্তু করোনার কারনে বয়স ৫০-৫৫ –এর কাছাকাছি হওয়ায় কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে হাসপাতাল কতৃপক্ষের থেকে। শেষ পর্যন্ত কোন উপায় না পেয়ে বাধ্য হয়ে হাসপাতালের সামনে রাস্তায় অনশনে বসেছেন কর্মীরা। শুক্রবার চন্দননগর সরকারি হাসপাতালের ঘটনা। অয়সের ৫০-এর অধিক হওয়ার কারনে বেশ কয়েকজন মহিলা কর্মচারীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই শেষ পর্যন্ত পথে নেমে হাসপাতালের সামনেই ধর্নায় বসেছেন হাসপাতালের সেই মহিল কর্মীরা। স্লোগান উঠেছে ‘করোনায় আশির্বাদরূপি মৃত্যুকে ভয় পাই না, খিদের জ্বালাকে বড়ো ভয় পাই’।

{link}
বর্তমান সময়ে ভীষনই ভয়াবহ এক পরিস্থিতির সামনে দেশের মানুষ। বিশেষ করে মধ্যবিত্তেরা। কোথাও গিয়ে তাদের পরিস্থিতিটা সবচেয়ে ভয়ানক। নিম্নবিত্তের জন্য যে সকল ত্রানের ব্যাবস্থা নেওয়া হয় সেইগুলি নিতেও সন্মানে বাঁধে আবার নেই সেইভাবে পরিস্থিতি কাটিয়ে ওঠার আর্থিক স্বাচ্ছন্দ্যও। এর আগের আগের বারের লকডাউনের পূর্বেও এভাবে চাকরি হারাতে হয়েছিল বহু মানুষকে। একদিকে পেটের জ্বালা অন্যদিকে মৃত্যুভয়… কোনদিকে যাবে মানুষ? প্রশ্নের উত্তর বর্তমান পরিস্থিতির মতোই জটিল।

 
{ads}

Covid-19 News coronavirus update covid-19 hospital Chandannagar Covid Hospital West Bengal India covid situation

Last Updated :