শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : 'প্রেম' শব্দের ব্যাপাকতা অনেক। কে যে কখন কার প্রেমে পরে তা বোঝা যায় না। আর বিয়ের পরে বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে খুন হয়েছে অনেকেই। এবার হুগলীতে (Hooghly)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোলবার মহনাদের বাসিন্দা সাগরিকা সরকারের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের।
{link}
অভিজিতের বন্ধু রাজ বর্মনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সাগরিকার। এনিয়ে অশান্তি হত পরিবারে। কয়েকদিন আগে মহানাদে মায়ের কাছে ফিরে আসে সাগরিকা। জানা গিয়েছে, রবিবার রাতে সাগরিকার সঙ্গে দেখা করতে আসে রাজ। রাতে পাড়ার শিব মন্দিরে বসে থাকে। সেখানে সাগরিকার স্বামী রাজকে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। জখম অবস্থায় তাঁদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় যুবকের। সাগরিকার মা কল্যাণী সরকার বলেন, “মেয়েকে দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম।স্বামীর ঘরে অত্যাচার করা হত তাঁকে।
{link}
জামাইয়ের বন্ধুর সঙ্গে মেয়ের সম্পর্ক তৈরি হয়। মেয়ে ওই বন্ধুর সঙ্গে থাকতে চাইত। জামাই পছন্দ করত না।” সাগরিকা বলেন, “আমি রাজকে ভালোবাসতাম। আমার সঙ্গে দেখা করতে আসে।আমার স্বামী আমাকে দিয়ে জোর করে ফোন করায়। জানতে চায় এসেছে কিনা।রাজ জানায় সে শিব মন্দিরে আছে। আমি গিয়ে ওকে চলে যেতে বলি। অভিজিৎ ছুরি নিয়ে এসে আঘাত করে।”
{ads}