শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বিদেশে গত কয়েক বছর ধরেই ফেক ওয়েডিং পার্টি (Fake Wedding Party) প্রচলিত। কিন্তু আমাদের দেশে সেভাবে প্রচলিত হয় নি এই রীতি। এবার তাও হলো। সম্প্রতি দিল্লির (Delhi) একটি ভুয়ো বিয়ের পার্টির ভিডিও ও ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আর তারপর থেকেই নেট মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। এক ঘটনায় তাজ্জব সকলে।
{link}
দিল্লির একটি রেস্তরাঁর ছাদে আয়োজন করা হয়েছিল এই ভুয়ো বিয়ের অনুষ্ঠান। নাম দেওয়া হয়েছিল ‘জুম্মা কি রাত’। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রায় কয়েকশো অতিথি। টিকিটের মাধ্যমেই অনুষ্ঠানটিতে অংশ গ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছিল আগ্রহীদের। বিবাহ মানব সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশ। যুগের পর যুগ ধরে তা বিকশিত হয়েছে, এবং বিভিন্ন সংস্কৃতিতে বিবাহ ভিন্ন ভিন্ন রূপে আজও বিদ্যমান। কিন্তু দিল্লির এই ভুয়ো বিয়ের পার্টি সম্প্রতি কোনও নিয়ম ও ঐতিহ্যকে তোয়াক্কা না করেই শুধুমাত্র মৌজ-মস্তির জন্যই পালন করল এই অনুষ্ঠান।
{link}
সমাজমাধ্যমে (Social edia) ছড়িয়ে পড়া বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, আর দশটা বিবাহ অনুষ্ঠানের মতোই ছিল এর আয়োজন। খাওয়া দাওয়া, পানাহার থেকে শুরু করে ডিজে সবেরই ব্যবস্থা ছিল পুঙ্খানুপুঙ্খ। শুধু ছিল না বর-কনের উপস্থিতি। অর্থাৎ ‘বিবাহ’-এর প্রধান চরিত্রই এখানে অনুপস্থিত। শুধুমাত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাচা-গানা-খানা নিয়েই ব্যস্ত থেকেছেন অভ্যাগতরা। হইহুল্লোর ও পার্টির ডিস্কো থেক সবই ছিল। এমনকী পার্টির থিম রাখা হয়েছিল বিবাহ সঙ্গীত। এহেন ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ আমজনতার।
{ads}