header banner

Partha Chatterjee: 'আমি সৎ', বেহালাবাসীকে খোলা চিঠি দিয়ে জানাতে চান পার্থ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন তিনি কারোর থেকে টাকা নেন নি। এবার তিনি বাড়ি বাড়ি গিয়ে সেই বার্তা দিতে চান। তৃণমূলের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্ক দলের জন্মলগ্ন থেকে। বেহালা পশ্চিমের পাঁচবারের বিধায়ক তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর পার্থকে দলের সব পদ থেকে সরিয়েছে তৃণমূল। তাঁকে সাসপেন্ডও করা হয়েছে। প্রায় সাড়ে তিনবছর পর জেল থেকে ফিরেই পার্থ বুঝিয়ে দিলেন রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেবেন না তিনি। তাঁর যুক্তি তিনি বেহালা পশ্চিমের বাসিন্দাদের কাছে দায়বদ্ধ। তাঁরা ৫ বার তাঁকে জিতিয়েছেন।

{link} 

  বুধবার সকালে পার্থ বলেন, “বেহালা পশ্চিমের মানুষ বরাবর আমাকে ভরসা করেছেন। ওদের মনে এখন হাজারও প্রশ্ন। সে প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। প্রয়োজনে অটো নিয়ে বেহালাবাসীদের বাড়িতে পৌঁছব। প্রতিটি বাড়িতে গিয়ে প্রশ্নের উত্তর দেব। জানানো আমি সৎ পথে ছিলাম।” নিজের বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের উদ্দেশে খোলা চিঠি লিখলেন তিনি। সেই চিঠিতে জানতে চেয়েছেন, চাকরি দেওয়ার বদলে কার কাছ থেকে টাকা নিয়েছেন তিনি। তাঁর নাম করে কেউ টাকা তুলেছেন কি না, সেকথাও জানতে চান পার্থ। অর্থাৎ তিনি যে সক্রিয় রাজনীতিতে ফিরতে মরিয়া, তা স্পষ্ট।

{ads}

Partha Chatterjee News Bengali News Partha Jail Partha Chatterjee Bail Kolkata Behala West Bengal সংবাদ পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article