header banner

'শূন্য থেকেই শুরু', কিন্তু আদৌ প্রত্যাবর্তন সম্ভব কি?

article banner

বৃহস্পতিবার জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন। আজকে তিনি ডিভিশন কমিশনারের কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগ পত্র জমা দেওয়ার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন, এবার নির্বাচনে মুর্শিদাবাদে কংগ্রেস অনেকটাই তাই জমি হারিয়েছে, সেই দিক থেকে তিনি এবং তার দল সেই পরাজয়ের কথা মেনেও নিচ্ছেন। তাই এই পরিস্থিতিতে তিনি মনে করেছেন তার সভাধিপতি পদ ধরে রাখা উচিত নয়, তাই তিনি স্বেচ্ছায় তিনি এই পদ থেকে পদত্যগ করছেন। 

{link}
উল্লেখ্য বিষয়, একসময় মুর্শিদাবাদ পরিচিত ছিল কংগ্রেসের গড় হিসেবে। অধীর চৌধুরীর অন্যতম শক্তিশালি কেন্দ্র হিসেবেও রাজনৈতিক মহলে পরিচিত ছিল এই কেন্দ্রের। কিন্তু সেই কেন্দ্রই এবার কার্যত পরিচিত কংগ্রেসী এলাকাতেই তৃণমূলের সবুজ ঝড় উঠেছে। একুশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে বিপুল সাফল্য পেয়েছে মমতা ব্যানার্জির দল। 
কিছুদিন আগে অধীর চৌধুরীর মুখেও প্রায় একই কথা শোনা গিয়েছিল। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে নির্বাচিত করেছেন এ কথা তিনি সরাসরিভাবে স্বীকার করেছিলেন ক্যামেরার সামনেই। চেয়েছিলেন বিরোধী দলের মর্যাদা যেন দেওয়া হয়, এর পাশাপাশি জানিয়েছিলেন হেরে যাওয়া মানে হারিয়ে যাওয়া নয়। অর্থাৎ লড়াই তারা অব্যাহত রেখে যাবেন। কিন্তু একুশের নির্বাচন কার্যত একেবারে বাম-কংগ্রেসকে শূন্যের খাতায় ঠেলে দিয়েছে। সেইখান থেকে কি আদৌ আবার উত্থান সম্ভব? এখানেই প্রশ্ন তুলছে রাজ্যের রাজনৈতিক মহল। 

{ads}
 

Adhir Ranjan Chowdhury News Congress Politics Future West Bengal রাজনীতি সংবাদ TMC BJP

Last Updated :