নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে ফের রণক্ষেত্র ভাঙড়, 'বোমা-গুলি'। তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড় (ISF-TMC Clash), আহত হয়েছে ৪জন। গ্রেফতার আইএসএফ-এর সাংসদ নওসাদ সিদ্দিকি। আর সেই সংঘর্ষ-বিক্ষোভের আঁচ এসে পৌঁছালো কলকাতার প্রানকেন্দ্র ধর্মতলায়। আইএসএফের মিটিং-এ কলকাতা অবরোধ, ইঁটবৃষ্টিতে রীতিমতো অগ্নীগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। পাল্টা পদক্ষেপ গ্রহণ করে পুলিশও।
{link}
উল্লেখ্য বিষয়, আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে পতাকা লাগানোকে ঘিরে শুরু হয় সংঘর্ষ। প্রসঙ্গত, হাতিশালায় পতাকা লাগানোকে ঘিরেই তৃণমূল-আইএসএফ সংঘর্ষ বাঁধে বলে সূত্রের খবর। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল-আইএসএফের। সংঘর্ষে ভাঙড়ে ধুন্ধুমার, আঁচ পড়ল কলকাতায়, ধর্মতলায় অবরোধ। হাতিশালায় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। আইএসএফের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা আইএসএফ কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ শাসকদলের। দুপক্ষের সংঘর্ষে ইটবৃষ্টি। বোমাবাজি, গুলি চলারও অভিযোগ। পুড়ল তৃণমূলের অফিস। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
{ads}