header banner

হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: দুর্ঘটনার কবলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন বিধায়ক। সোমবার বেলাতে কলকাতা যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন ভাঙ্গরের বিধায়ক ও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়ি দুর্ঘটনাগ্রস্থ হয়। কোনা ট্রাফিক গার্ড সূত্রে খবর, বিধায়কের গাড়িতে ধাক্কা মারে কন্টেনার ভর্তি একটি লরি।  ট্রাফিক পুলিশ সূত্রে খবর, কোনা এক্সপ্রেসওয়ের উপর গরফা ক্রসিংয়ে দুর্ঘটনার কবলে পড়েন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা দেয় বিধায়কের গাড়ি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কোনা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে কলকাতার ডিকে যাচ্ছিল বিধায়ক নওশাদের গাড়ি। গাড়িতে সামনের সিটে বসে ছিলেন বিধায়ক। আচমকাই গরফা ক্রসিংয়ের কাছে নওশাদের গাড়ি দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে। যার জেরে বিধায়কের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
{link}
যদিও অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান আইএসএফ বিধায়ক। কোনা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় বিধায়কের কোনো আঘাত লাগে নি, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। দুর্ঘটনার পর ওই গাড়ি ছেড়ে তিনি অন্য একটি গাড়ি করে তার গন্তব্যের উদ্দেশে রওনা দেন। উপস্থিত কোনা ট্রাফিক গার্ডের পুলিশ অধিকারিকদের সাহায্যে একটি ব্রেক ডাউন ভ্যান তাঁর গাড়িটি ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়।
{ads}

Howrah Kona Expressway West Bengal Accident News সংবাদ

Last Updated :