header banner

নওসাদ সিদ্দিকির মুক্তির দাবীতে হাতে বিষভর্তি ইনজেকশন নিয়ে বিক্ষোভ আইএসএফ কর্মীর

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: এক হাতে পোস্টার, গোটা-গোটা অক্ষরে সেখানে লেখা রয়েছে ভাইজানের মুক্তি চাই। অন্য হাতে ধরে রেখেছেন বিষ ভর্তি ইঞ্জেকশন। পুলিশ তাঁকে তুলে নিয়ে যেতে চাইলেই হয় মরবেন নয়ত অন্যকে মারবেন দাবি করছেন এক আইএসএফ সমর্থক। আইএসএফ-এর নেতা এবং বিধায়ক নওসাদ সিদ্দিকির মুক্তির দাবীতে এমনই অভিনব বিক্ষোভ করলেন এক আইএসএফ কর্মী। যদিও পরে তাকে গ্রেফতার করে নেয় পুলিশ।  

{link}
বুধবার বিধায়ক নওশাদ সিদ্দিকী ও আইএসএফ কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নামতে চলছে আব্বাস সিদ্দীকির দল। যদিও, পুলিশের তরফে প্রতিটি রাজনৈতিক দলকেই মিছিল-মিটিং থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে সেই নির্দেশিকা উপেক্ষা করেই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে আইএসএফ এমনটাই জানানো হয়েছে তাদের তরফে।

প্রসঙ্গত, শনিবার দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ধর্মতলায় একটি সভার আয়োজন করেছিল আইএসএফ। আইএসএফের অভিযোগ, সেই সভায় যোগদান করার জন্য কলকাতা আসার পথে ভাঙরে তাদের দলের সমর্থকরা আক্রান্ত হন। তৃণমূল কর্মীরা নওশাদ সিদ্দিকির দলের সমর্থকদের মারধর করে বলে অভিযোগ তাদের। অপর দিকে আইএসএফের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে ভাঙরের তৃণমূল কর্মীরাও। ভাঙরের ঘটনার পর ধর্মতলায় দুপুর থেকেই অবস্থান বিক্ষোভ শুরু করে আইএসএফের কর্মী-সমর্থকেরা। সেখান থেকেই গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।তবে হাতে বিষের ইঞ্জেকশন কেন নিয়েছেন তিনি ? বসির বলেন, “আমার এই অনশন যাতে কেউ ব্যাঘাত না করে তার জন্যেই এটা হাতে নিয়েছি। এঁদের বিরাট ক্ষমতা। আমাকে যে কোনও সময় তুলে নিতে পারে। যতক্ষণ না ভাইজানকে মুক্ত করা হচ্ছে ততক্ষণ আমি বিক্ষোভ করে যাবে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, যে কোনও মূহুর্তে তাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে, সেরকম আশঙ্কা করছেন তিনি। জোর করে তুলে নিয়ে যেতে পারে বলেই তিনি বিষ ইঞ্জেকশন হাতে বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানান।অন্যদিকে, আজ বুধবার কলকাতায় নাগরিক মিছিলের ডাক দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ ১৮ আইএসএফ নেতাকর্মীর গ্রেফতারির প্রতিবাদে এই মিছিলেন ডাক দেওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোর কথা মাথায় রেখেই আইএসএফের মিছিলে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ অন্যদিকে মিছিল করার ব্যাপারে অনড় ইন্ডিয়ান সেকুলার ফন্ট।
{ads}

news ISF Nausad Siddique West Bengal সংবাদ

Last Updated :