header banner

হাওড়ার শ্যামপুরে প্রতিমা তৈরির সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু প্রতিমা শিল্পীর, পলাতক চালক

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: প্রতিমা তৈরির সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মৃৎশিল্পীর। শ্যামপুরের খাড়ুবেড়িয়ার ঘটনা। পুলিশ সূত্রে খবর মৃতের নাম নরেশ পাল(৪০)। তার খাড়ুবেড়িয়ার কৃষ্ণপুর গ্রামে বাড়ি। স্থানীয় সূত্রে খবর প্রতিদিনের মতো, রাস্তার ধারে নিজের কারখানায় প্রতিমা তৈরি করছিলেন নরেশ। সেইসময় দ্রুত গতিতে আসা একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কারখানার ভেতর ঢুকে মৃৎশিল্পী নরেশকে পিষে দেয়। দুর্ঘটনায় গাড়ি কিছুটা দুমড়েমুচড়ে যাওয়ার পাশাপাশি, অনেকগুলি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়। একইসাথে কারখানাটিও ভেঙে গুঁড়িয়ে যায়। গুরুতর জখম অবস্থায় নরেশকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এদিকে ঘাতক গাড়ির চালক ও ভেতরে বসে থাকা এক ব্যক্তি পলাতক। 

{link}
পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনাটি এলাকার সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে। দুর্ঘটনার মুহূর্তের সিসিটিভির ফুটেজে খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর চালক ও এক ব্যক্তি গাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছিল। যদিও কয়েক মুহূর্ত পরে তারা সেখান থেকে উধাও হয়ে যায়। সেই ফুটেজ খতিয়ে দেখে তাদের খোঁজ করছে পুলিশ। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ এলাকার পটুয়াপাড়া। যেভাবে প্রতিমা তৈরি করতে করতে আচমকা গাড়ির ধাক্কায় একজন মৃৎশিল্পীর মৃত্যু হল তা কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকার মানুষ।
{ads}

news Howrah Shyampur Idol accident death West Bengal সংবাদ

Last Updated :