header banner

Nadia: রাতের অন্ধকারে একাধিক ঠাকুরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা! রাজনৈতিক তরজা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শান্তিপুরে আবারো দুষ্কৃতী তান্ডব। এবার রাতের অন্ধকারে একাধিক ঠাকুরের মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত সর্ব নদী পাড়া লোকনাথ মন্দির এর সামনে। শান্তিপুর আগমেশ্বরী স্টেটের বাসিন্দা জয়ন্ত দাস। পেশায় তিনি মৃৎশিল্পী। শান্তিপুর সর্ব নন্দীপাড়ায় তিনি প্রায় ৩০ বছর ধরে প্রতিমা তৈরি করেন। আজ সকালে তার কাছে হঠাৎ খবর যায় তার তৈরি প্রায় ৬০ থেকে ৭০ টি প্রতিমা দুষ্কৃতীরা ভেঙে দিয়ে গেছে। বেশিরভাগ ছিল সরস্বতী এবং কালী মূর্তি। সবগুলি মাটিতে ফেলে ভাঙচুর করা হয়েছে। খবর পেতেই এলাকার মানুষ ভিড় জমান সেখানে এবং সকলেই এই ঘটনা তীব্র নিন্দা জানান।

{link}

এ বিষয়ে মৃৎশিল্পী বলেন গতকাল ঠাকুর বানানোর সময় এলাকারই অমিত দাস নামে একজন এসে হুমকি দেখিয়ে যায়। পরবর্তীকালে এই ঘটনা সিসির টিভি ক্যামেরায় দেখা যায় অমিত দে এবং তার ভাই অসিত দে এই ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করে। কিন্তু প্রশ্ন উঠছে সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শান্তিপুর ে অপরাধীরা অপরাধ করতে বিন্দুমাত্র ভয় পাচ্ছে না। একের পর এক চুরির ঘটনায় অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় প্রশাসন এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। সকলেই চাইছেন অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক।

{ads}

Nadia News Idols Vandalized Shantipur Bengali News Potter Idols Saraswati Puja News West Bengal সংবাদ নদীয়া আপডেট মূর্তি ভাঙচুর

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article