header banner

মানুষের দুয়ারে বঙ্গধ্বনি কর্মসূচি নিয়ে ইদ্রিস আলি

article banner

রাজ্য সরকারের দশ বছরের সাফল্যের ক্ষতিয়ান তুলে ধরতে মঙ্গলবার দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে বঙ্গধ্বনি যাত্রা করলেন বিধায়ক ইদ্রিস আলি। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলীর উদ্যেগে ব্যপক সাড়া পড়ল তার বিধানসভা কেন্দ্রে। তিনি ছাড়াও এই বঙ্গধ্বনি যাত্রায় উপস্তিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার কো- অডিনেটর পম্পা ধাড়া, তৃণমূল কংগ্রেস নেতা উত্তম ধাড়া, কো-অর্ডিনেটর সেখ সেলিম, রঘুদেবপুর অঞ্চলের উপ প্রধান সেখ জুবের আলম, যুব নেতা শেখ জিসান আহমেদ, মহারাজ স্বামী পরমানন্দ, সেখ হাসিবুর খাঁন, ছাত্র নেত্রী প্রীতি পাঁজা, সমাপ্তি কোদালি ও ছাত্র নেতা দীপ নারায়ন চৌধুরী প্রমুখ। মঙ্গলবার বিধায়ক দলীয় কর্মীদের নিয়ে উলুবেড়িয়া পুরসভা এলাকার ১৮ ও ১৯ ওয়ার্ডে মানুষের ঘরে ঘরে ঘুরে গিয়ে তাদের সমস্যার কথা জিজ্ঞেস করেন। ওয়াডের অলিগলি থেকে শুরু করে দোকানপাঠ কিছুই বাদ দেননি তিনি। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের হাতে তুলে দেন রাজ্য সরকারের দশ বছরের সাফল্যের ক্ষতিয়ানের পুস্তিকা। পথের মাঝে দাঁড়িয়ে মানুষের মুখে শুনলেন তাদের কথা ,অভাব , অভিযোগ্ও। কোটালঘাটা এলাকার বয়স্ক মানুষের আশীর্বাদও লাভ করলেন তিনি। এদিন প্রচারে অভিনবত্ব আনতে বিধায়কের সঙ্গে দলীয় নেত্রী মমতা ব্যানার্জির মুখোশ পরে বঙ্গধ্বনি যাত্রায় পা মেলাল ছাত্র যুব থেকে শুরু করে অনেকেই। দুটি ওয়ার্ড মিলিয়ে প্রায় কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করেন বিধায়ক ইদ্রিস আলী। এদিন বঙ্গধ্বনি যাত্রায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মন্ধে,এবং তার নিজের সম্মন্ধে কোনো অভিযোগ আছে কি না খোলাখুলি ভাবে জিজ্ঞাসা করেন সাধারণ মানুষের কাছে। 
বঙ্গধ্বনি যাত্রা শেষে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বিধায়ক ইদ্রিশ আলি বলেন শুভেন্দু অধিকারী যে দল ছেড়েছেন তার কোনো প্রভাবই তৃণমূল কংগ্রেসে পড়বে না। শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারি দিদির পাশেই আছেন।ইতি মধ্যেই ভাঙ্গন ধরতে শুরু করেছে বিজেপি তেও বলে তিনি মনে করছেন। তিনি বলেন ইতি মধ্যেই "বঙ্গধ্বনি" যাত্রা ব্যপক ভাবে সাড়া ফেলেছে। যা রেকর্ড গড়ে তুলবে পৃথিবীর বুকে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলে ধারনা করছেন তৃনমূলের এই কর্মকর্তা। 
 

 

Idrish Ali TMC Bangadhawni Uluberia Election Common people West Bengal India

Last Updated :