header banner

তৃণমূল রক্তের হোলি খেললে বিজেপিও রক্তের হোলি খেলবে : সুকান্ত

article banner

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: যদি তৃণমূল কংগ্রেস ভাবে রক্তের হোলি খেলবে তাহলে বিজেপিকে ও সেই খেলাতে নামতে হবে। তখন যেন আমাদের কেউ দোষ না দেয় যে বিজেপি আইন-শৃঙ্খলা মেনে চলছেনা। কমিশন ব্যবস্থা না নিলে বিজেপি বাধ্য হবে ব্যবস্থা নিতে। বৃহস্পতিবার নদীয়ার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের শ্যামপুর বাজারে পঞ্চায়েত নির্বাচনের দলীয় প্রার্থীদের সমর্থনে একটি রোড শো তে এসে রাজ্যের শাসকদল ও কমিশনকে এভাবেই আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।এদিন কৃষ্ণনগর ১ নম্বর ব্লকে শ্যামপুর বাজার থেকে রাওতারা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করেন তিনি। পাশাপাশি বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে বলেও মন্তব্য করেন সুকান্ত মজুমদার। কোথাও কোথাও বিরোধীদের মনোনয়নপত্র জমা না দিতে দেওয়া। আবার কোথাও বিরোধী প্রার্থীদের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে।

{link}

বুধবার মেদিনীপুরের সবংয়ে বিজেপি বুথ সভাপতি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সেই প্রসঙ্গ টেনে এনে সুকান্ত মজুমদার বলেন, গোটা রাজ্য জুড়ে শাসক দল রক্তের হোলি খেলছে। আর তারা যদি এই খেলা বন্ধ না করে তাহলে বিজেপিও  বাধ্য হয়ে এই খেলায় নামতে। তখন যেন প্রশাসন বা কমিশন বিজেপিকে কিছু না বলতে আসে। কোচবিহার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, সীমান্ত এলাকা জুড়ে যত তৃণমূলের নেতা রয়েছেন সবাই চোরা চালানোর সঙ্গে যুক্ত রয়েছে। তারা চায় জোর করে পঞ্চায়েত দখল করার। কারণ বিএসএফের নিয়ম অনুসারে জন প্রতিনিধিদের কথা কিছুটা হলেও বিএসএফকে শুনতে হয়। আর এর মাথায় রয়েছে উদয়ন গুহ। তিনি বলেন যতদিন পর্যন্ত এই গুণ্ডা তৃণমূলে থাকবে ততদিন এই চোরা কারবার এবং সংঘর্ষ চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, তিনি সবসময় বিএসএফ থেকে শুরু করে আর্মিদের ও টার্গেট করে মন্তব্য করেন। কিন্তু জীবন বাঁচানোর সময় এলে আর্মি বাঁচায়। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বিপদে পড়েছিল তখন আর্মি ক্যাম্পে গিয়ে মুখ্যমন্ত্রীকে নামতে হয়েছিল। আবার বলতে হল আমার ছোটবেলায় আর্মিতে কাজ করার খুব ইচ্ছে ছিল। যার ইচ্ছা থাকবে সে কখনো আর্মি সম্পর্কে এই ধরনের কথা বলে? যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন ইমরান খান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মিলে গিয়েছিল। পাশাপাশি মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই মুখ্যমন্ত্রী যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে রাজনীতির ময়দানের নামুক। ভালো খেলোয়াড় না হলে খেলে মজা হয় না। উনাকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় হারাবো।

{ads}

news Trinamool Congress West Bengal Sukanta Majumder BJP

Last Updated :