header banner

Editorial: ১০০ দিনের বকেয়া টাকা দ্রুত মিটিয়ে না দিলে কেন্দ্র-রাজ্যের সংঘাত অবধারিত! কবে মিলবে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিককালে আদালতের প্রায় অধিকাংশ রায় রাজ্যের বিরুদ্ধে গেলেও ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে সুপ্রিমকোর্ট সোমবার কেন্দ্রেরকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, দ্রুত বকেয়া টাকা দিতে হবে ও আবার ১০০ দিনের কাজ শুরু করতে হবে। এই পরিস্থিতিতেই কেন্দ্রেরকে প্রথম ধাক্কা দিলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ যদি না মানে কেন্দ্র? এই প্রশ্নও তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। অবশ্য একাংশের মতে, তাতে বিপদ বাড়বে তাঁদেরই। জুড়ে যাবে অবমাননা মামলা। তবে এমন পরিস্থিতি যদি সত্যিই তৈরি হয়, তার জন্যও কৌশল তৈরি করে নিয়েছে রাজ্যের শাসকদল। জয়ের আবহেই বড় আন্দোলনের কথা ঘোষণা করে দিয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঞ্চনার সুরকেই জিইয়ে রেখে নিজের সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘কেন্দ্র যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মঞ্জুর না করে তা হলে বাংলা আবার দিল্লির বিরুদ্ধে যুদ্ধে নামবে।’

{link}

  সোমবার SIR নিয়ে নির্বাচন কমিশনের ঘোষণায় বেজায় ক্ষুব্ধ রাজ্য। আর সেই পরিস্থিতিতে তাদের হাতে এসেছে সুপ্রিম কোর্টের এই রায়। এই আবহে ঘুরপথে কমিশনকে তির অভিষেকর। দিল্লি টাকা না মেটালে ফের আন্দোলনের হুঁশিয়ারির পাশাপাশি অভিষেক লিখেছেন, ‘জমিদাররা ভোটেও হেরেছে, কোর্টেও হেরেছে। কিন্তু আমি জানি, এরপরেও তাঁরা কমিশন ও ইডি-র সমর্থনে নিজেদের খেলা খেলে যাবে। তবে তাঁদের এটাও মাথায় রাখা প্রয়োজন জনগনের আহ্বানের থেকে বড় কোনও শক্তি নেই। ওদের এখনই সেই শিক্ষা নেওয়া প্রয়োজন, না হলে ছাব্বিশের ময়দানে আরও বড় পতনের সম্মুখীন হতে হবে।' অবশ্য ১০০ দিনের কাজে বেনিয়ম যে হয়েছে, সেই প্রসঙ্গে এখনও অনড় বিজেপি। তাঁদের দাবি, আদালতও অভিযোগে মান্যতা দিয়েছে। এদিকে পুনরায় কেন্দ্রের সঙ্গে সংঘাতের জন্য আস্তিন গোটাচ্ছে তৃণমূল।

{ads}

Abhishek Banerjee 100 Days Work SIR Election Conflict West Bengal ECI সংবাদ নির্বাচন কেন্দ্র

Last Updated :

Related Article

Latest Article