header banner

Howrah: ১৭ দফা শর্ত মানলেই নবান্নের ১৫০ মিটারের মধ্যে মিলবে বহুতলের অনুমোদন

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নবান্নের ১৫০ মিটারের মধ্যে ক্ষেত্রমোহন ব্যানার্জি লেনে প্রোমোটিংয়ের জন্যে জমি নিয়ে বেজায় বিপাকে পড়েছেন প্রোমোটার। নতুন নতুন শর্ত চাপানো হচ্ছে তার উপর। নিরাপত্তার কারণ দেখিয়ে কলকাতা পুলিশ শর্তের পাহাড় চাপিয়েছে। বহুতল তৈরির ভাগ্য এখন ঝুলে কলকাতা হাইকোর্টে। কলকাতা পুলিশ জানিয়েছে, ১৭দফা শর্ত মানলে তবেই অনুমোদন দেওয়া হবে ওই বহুতল নির্মাণের। পুলিশের সেই শর্ত চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় চলতি সপ্তাহে দু'দিন দীর্ঘ শুনানি চলে বিচারপতি গৌরাঙ্গ কান্তর এজলাসে। ৪ নভেম্বর কলকাতা পুলিশের তরফে পাল্টা সওয়াল করা হবে আদালতে।

{link}

   পুলিশি শর্ত নিয়ে বেজায় সমস্যা প্রোমোটারের। প্রশাসনের হেড কোয়ার্টার্স 'নবান্ন'র দেড়শো মিটার দূরে ক্ষেত্রমোহন ব্যানার্জি লেনে পাঁচতলা বহুতল তৈরির জন্যে প্রথমে অনুমোদন চাওয়া হয়েছিল পুরসভার কাছে। হাওড়া পুরসভার অনুমোদন দেওয়ায় আপত্তি না থাকলেও, বাধ সেধেছে কলকাতা পুলিশ। নবান্নর নিরাপত্তার মূল দায়িত্বে রয়েছে লালবাজারই। পুলিশের ২০১৯-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই এলাকা 'হাই সিকিউরিটি জোন' হিসেবে চিহ্নিত। ২০১৯-য়েই প্রোমোটার ও জমির মালিকের মধ্যে চুক্তি হয়েছিল। কিন্তু পুরোনো বিল্ডিং ভাঙা নিয়ে পুলিশের আপত্তিতে দু'বার হাইকোর্টে মামলা হয়। শেষ পর্যন্ত হাইকোর্টের হস্তক্ষেপে পুরোনো বাড়ি ভাঙা হয়। এখন নতুন বহুতল তৈরির ক্ষেত্রে কলকাতা পুলিশের শর্ত-নবান্নর দিকে ওই বিল্ডিংয়ের কোনও ফ্ল্যাটের জানলা বা ব্যালকনি থাকতে পারবে না! নবান্নর দিকে আবাসনের ছাদও অন্তত ১০ ফুট পর্যন্ত পাঁচিলের মতো কাট আউটে ঢেকে দিতে হবে। আবাসনে কাউকে ফ্ল্যাট বিক্রির আগে সেই ব্যক্তির অতীত সম্পর্কে প্রোমোটারকে খোঁজ নিতে হবে। ইত্যাদি শর্তের গুচ্ছ দেওয়া হয়েছে প্রোমোটারকে।

{ads}

News Howrah News West Bengal Nabanna News Nabanna Building high court সংবাদ আবাসন নবান্ন

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article