নিজস্ব সংবাদদাতা, হুগলী: অভিযোগ শুনতে না চাইলে বেঁধে রেখে অভিযোগ শোনান। দিদির দূতরা চড় মারলে পাল্টা মার দেওয়ার নিদান দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রবিবার বলাগড়ের তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারের দাবিতে চলা বিজেপির যুব মোর্চা ধর্নায় এসে বিস্ফোরক মন্তব্য করলেন লকেট চট্টোপাধ্যায়।
{link}
জিরাটে ধর্ণা মঞ্চে উপস্থিত হয়ে হুগলি লোকসভার সাংসদ বলেন, চুরি করবে আবার চড় থাপ্পর মারবে। চড় মারলে ধরে চার পাঁচটা দিন। দিদির দূতরা অভিযোগ না শুনতে চাইলে ঘরে বেঁধে রাখুন। সরকার তাদের পঞ্চায়েত তাদের জনগণের জন্য তারা কাজ করবে না? আবার অভিযোগ করতে এলে থাপ্পর মারা। আমি সামনে থাকলে তো চারটে থাপ্পর মারতাম। দিদির দূত, দিদিকে বলো, সুরক্ষা কবচ বিভিন্ন রূপে আসছে একই জিনিস বহু রূপী সেজে আসছে। সব এক সব চোর ডাকাত। দিদির দূত আসছে মাথার চুল থেকে পায়ের মখ পর্যন্ত দূর্নীতি গ্রস্ত। বাড়ি বাড়ি গিয়ে আবার বলছে কি অসুবিধা হচ্ছে। অসুবিধা তো ওরাই। তাদের পাঠানো হচ্ছে। আবার চড় থাপ্পর মারছে। চড় মারলে ছেড়ে দেবেন না। তার এহেন মন্তব্যগুলিকে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। যদিও তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনরকম প্রতিক্রিয়া আসেনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।
{ads}