শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সরকারি জলা জমিতে অবৈধ নির্মাণ (Illegal construction)। বুলডোজার দিয়ে ভেঙে দিল কল্যাণী পৌরসভা (Kalyani Municipality)। নোটিশ ছাড়াই ভাঙ্গা হয়েছে বাড়ি অভিযোগ স্থানীয়দের | নদীয়ার কল্যাণী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভুট্টাবাজার এলাকার ঘটনা।
{link}
সোমবার কল্যাণী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ভাঙ্গা হল দুটি অবৈধ নির্মাণ। ভুট্টা বাজার এলাকায় সরকারি জলাজমি দখল করে একের পর এক নির্মাণ করছেন স্থানীয়রা। এমনটাই অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর নড়েচড়ে বসে কল্যাণী পৌরসভা। এরপর ময়দানে নামেন তারা।এদিন বুলডোজার (Bulldozer) দিয়ে ভাঙ্গা হয় দুটি অবৈধ নির্মাণ।
{link}
এলাকার বাসিন্দাদের বক্তব্য, এটি সরকারি জলা জমি। দখল করেই করা হয়েছে বাড়ি। এই অঞ্চলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন বসবাস করেন। লোকের বাড়ি কাজ করে তৈরি করেছেন বাড়ি। সেই বাড়ি বিনা নোটিশে ভেঙে দিল কল্যাণী পৌরসভা। যদিও পৌরসভা আধিকারিকদের বক্তব্য, সরকারি নির্দেশে বাড়িগুলি ভাঙ্গা হয়। নোটিশ দেওয়া হয়েছিল। যারা সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণ করেছিলেন তাদের বাড়ি ভাঙ্গা হয়েছে।
{ads}