header banner

কাঁথিতে রাস্তা থেকে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণ, গ্রেফতার মূল অভিযুক্ত সহ ২

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: ভর সন্ধ্যায় কাঁথি শহর থেকে এক নাবালিকাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সেই কাজে পুরো সহযোগিতা ও ভিডিওগ্রাফি করার অভিযোগ উঠলো দুই বন্ধুর বিরুদ্ধে। ধর্ষিতা নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে দ্রুততার সঙ্গে অভিযুক্ত ও তার দুই বন্ধুকে গ্রেফতার করলো কাঁথি থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খোদ কাঁথি শহরে ক্যানেলপাড় এলাকায়। কাঁথি থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল কাঁথির থানার আঠিলাগড়ি এলাকায় শম্ভু পাইকার, দুই বন্ধু সমুদ্রপুর গ্রামের রাহুল বর ও আঠিলাগড়ি এলাকার বাসুদেব রানা। শনিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ধর্ষিতা নাবালিকার কাঁথি মহকুমা হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয় বলে এমনটাই কাঁথি থানা সূত্রে জানাগেছে।ঘটনার পর অভিযুক্তদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকার বাসিন্দা থেকে জনপ্রতিনিধিরা।নির্যাতিতা ছাএীর স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেনীর ছাএী। 

{link}

সূত্রের খবর, শুক্রবার ভর সন্ধ্যায় কাঁথি শহরের এক নাবালিকাকে জোরপূর্বক সাইকেলে করে তুলে নিয়ে যায় তিন যুবক বলে অভিযোগ। এরপর কাঁথি শহরে ক্যানেলপাড় জঙ্গল সংলগ্ন এলাকায় ওই নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত শম্ভু পাইকার বলে অভিযোগ। পুরো সহযোগিতা করে ও ধর্ষণের ভিডিওগ্রাফি করে রাখে দুই বন্ধু বলে অভিযোগ। এরপর নাবালিকা বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। পরে মাকে সব কথা জানায়। এরপর নাবালিকার মা রাতেই কাঁথি থানায় এসে হাজির হয়। রাতেই কাঁথি থানায় তিন অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে দ্রুত তৎক্ষণাৎ কাঁথি থানার তদন্তকারী পুলিশ অফিসাররা কাঁথি শহরে বিস্তীর্ণ এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেন। রাতেই তিন অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস বলেন " অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। যদিও তদন্তের কারণে বেশি কিছু তথ্য জানাতে রাজি হননি তিনি "। তিন অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ (২),  ৪ পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। এলাকার জনপ্রতিনিধি তথা কাউন্সিলার রুমা দাস বলেন "ঘটনাটি রাতেই ঘটছে। খুবই নিন্দনীয়। পুলিশ প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে যা আইনি ব্যবস্থা গ্রহণ করবে সেটাই আমি সমর্থন করছি। অভিযুক্তদেরে কঠোরতম শাস্তি চাই"।

{ads}

news Kontai Rape Crime West Bengal সংবাদ

Last Updated :