header banner

জীব প্রেমের অসামান্য নজির, লোকালয়ে গবাদি পশুদের সাথেই গ্রামে বেড়ে উঠছে হরিণ শাবক

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসে জঙ্গলের বাসস্থান হারিয়ে প্রাণ বাঁচাতে লোকালয়ে ঢুকে পড়ে একটি হরিণ শাবক। গ্রামবাসীরা হরিণ শাবক কে স্নেহের সাথে লালন পালন করে তাদের গবাদি পশুদের সাথে। এর পরে হরিণ শাবক ফিরে যায় জঙ্গলে। কিন্তু রয়ে যায় লোকালয়ের মানুষের প্রতি সেই পুরোনো মায়া। তাই এখনও স্নেহ আর মমতার টানে জঙ্গলে থেকে ভোরের আলো ফুটলে গ্রাম চলে আসে হরিণ শাবক। সারা দিন গ্রামে গবাদি পশুদের সাথে খেলাধুলা করে আমার সন্ধ্যার সময় ফিরে যায় জঙ্গলে। 
খোলা আকাশের নিচে সুন্দরবন জঙ্গল থেকে সূর্য উঠার সঙ্গে সঙ্গে লোকালয়ে বেরিয়ে আসে একটি হরিণ শাবক। সারা দিন গ্রামের ছাগল, গরুর, সঙ্গে খেলে মানুষের ভালবাসা পেয়ে, আবার সন্ধ্যায় চলে যায় জঙ্গলে। এমনই এক বিরল দৃশ্য দেখা যায়  সুন্দরবনের প্রত্যন্ত এলাকা দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জি প্ল ট অঞ্চলের তটের বাজার এলাকায়। হরিণ শাবকের প্রতি গ্রামের মানুষদের এই স্নেহ ভালোবাসা দূর থেকে উপভোগ করে দূর দূরান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরা। 

{link}
তিন থেকে চার বছর আগে প্রাকৃতিক বিপর্যয়ে একটা হরিণ শিশু বিপর্যস্ত হয়ে এসে পড়ে তটের বাজার এলাকার এই গ্রামের মধ্যে। গ্রামের মানুষরা স্বস্নেহে হরিণ শিশুটিকে দুধ, জল ও দুর্বাঘাস ছিড়ে গাছের পাতা ছিঁড়ে তাকে কিছুদিন খাওয়ানোর ব্যবস্থা করে, সুস্থ করে, জঙ্গলের কাছে ছেড়ে দেয়। কিন্তু সকাল হলেই  শিশু হরিণ টি আবার চলে আসে গ্রামের মধ্যে, তারপর হরিণটি খেলা করতে শুরু করে ছোট ছোট ছাগল বাচ্চা ও গরুর বাছুরের সঙ্গে। মানুষ ডাকলে ছুটে আসে তাদের আদর খেতে, দেখতে দেখতে আর চার বছর পাঁচ বছর হয়ে গেল। প্রতিদিন সকালে আসে জঙ্গল থেকেএসে গ্রামের এপাড়া, ওপাড়া, ঘুরে গরু বাছুরদের সঙ্গে, ছাগলের সঙ্গে, খেলা করে আবার সন্ধ্যায় ফাঁকা মাঠ দিয়ে দৌড়ে চলে যায় জঙ্গলে।

 
বন্যপ্রাণী হয়েও মানুষের স্নেহ ভালবাসা ত্যাগ করে জঙ্গলে চলে যেতে পারছে না এই হরিণ শিশুটি।এক গ্রামবাসী বলেন, ইয়াস ঘূর্ণিঝড়ের সময় জঙ্গল থেকে একটি হরিণ শাবক গ্রামে চলে আসে গ্রামবাসীরা হরিণ শাবককে উদ্ধার করে লালন পালন করে এরপর আবারও সেই হরিণ শাবক পুনরায় জঙ্গলে ফিরে যায় কিন্তু ভালোবাসার টানে প্রতিদিন হরিণ শাবকটি ভোরের আলো  ফোটার সঙ্গে সঙ্গে গ্রামে চলে আসে গ্রামের গবাদি পশুদের সঙ্গে সারাদিন খেলাধুলা করে। আবার সন্ধ্যার সময় পুনরায় জঙ্গলে চলে যায়। এই দৃশ্য খুবই বিরলতম মানুষের ভালবাসার টানে বন্যপ্রাণী জঙ্গল ছেড়ে মানুষের কাছে ছুটে আসা গল্প আমরা বিভিন্ন সিনেমাতে দেখেছি কিন্তু এটা বাস্তবেও সম্ভব। গ্রামবাসী ও পর্যটকরা হরিণ শাবককে দেখে খুব আনন্দ পায়। গ্রামবাসীকে নিয়ে আনন্দে মেতে থাকে। এহেন বন্যপ্রানী ও মানুষের সৌজন্যের ছবি, বর্তমান সময়ে দেখা যায় কোথায়? 
{ads}

news Deer animals West Bengal North 24 Paragana Sundarbans সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article