header banner

Supreme Court : চাকরি বাতিল মামলায়, সুপ্রিম কোর্টের শুনানি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) উঠছে ২৫ হাজার বাতিল চাকরিজীবীর কেস। উদগ্রীব হয়ে আছে কয়েক হাজার মানুষ। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করা হয়। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই প্যানেল বাতিলের নির্দেশ দেয়। দেখা যায়, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশের মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়।

{link}

এরপর রাজ্য সরকার (State Govt) ও এসএসসি (SSC) এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এবার সেই কেস কোন দিকে যায় তা দেখার সময় এসেছে। আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে চাকরি বাতিল মামলার। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশে চাকরি বাতিল হয় ২৫ হাজারের বেশি শিক্ষাকর্মীর। এসএসসি-র দাবি, কতজনের চাকরি অবৈধভাবে (illegally) হয়েছে, তার একটা হিসেব তারা দিয়েছিল হাইকোর্টে।

{link}

তারপরও কেন পুরো প্যানেল বাতিল করা হল ? এই প্রশ্ন তোলে তারা।দেশের শীর্ষ আদালতের নির্দেশে এই রায়ে স্থগিতাদেশ পড়ে। । আদৌ এই ২৫ হাজারের চাকরি বহাল থাকবে? নাকি কিছু জনের চাকরি বেঁচে যাবে? বেআইনিভাবে কারা চাকরি পেয়েছে, সেই তালিকা প্রথমে SSC দিতে পারে নি। তার ফলেই  সমস্ত প্যানেল বাতিল ঘোষণা। এখন দেখার শেষ পর্যন্ত কি হয় !

{ads}

News Breaking News West Bengal Kolkata High Court Supreme Court Employee's case illegally Judgement Judge Justice Debanshu Basak Shabbar Rashidi Politics Politician সংবাদ

Last Updated :