header banner

ধর্মঘটকে সমর্থন জানিয়ে স্কুলে না আসার শাস্তি, স্কুলের সামনে দুই শিক্ষককে বসিয়ে রাখল তৃণমূলের নেতারা

article banner

সুদেষ্ণা মন্ডল, রায়দিঘি: ধর্মঘটকে সমর্থন জানিয়ে স্কুলের না যাওয়াই স্কুলে ঢুকতে বাধা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শিক্ষককে। এমনই অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি বিধানসভার অন্তর্গত টাঙ্গিপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। কার্যত গতকাল অর্থাৎ শুক্রবার বকেয়া দিয়ে পরিষদের দাবি নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীরা ধর্মঘটের ডাক দেয় আর সেই ধর্মঘটে সামিল হয় বহু সরকারি কর্মচারীরা। ধর্মঘটকে সমর্থন জানিয়ে টাঙ্গিপাড়া দুই শিক্ষক স্কুলে আসেনি গতকাল। প্রতিদিনের মতনই শনিবার যখন স্কুলে পৌঁছয় দুই শিক্ষক সেই সময় স্থানীয় তৃণমূল নেতৃত্বরা স্কুলে ঢুকতে বাধা যায় দুই শিক্ষককে কার্যতো স্কুলের তালা মেরে স্কুলের বাইরে বসিয়ে রাখে দুই শিক্ষককে।

{link}

স্থানীয় তৃণমূল নেতৃত্বদের দাবি আগাম কোন ছুটির আবেদন না জানিয়ে ২ শিক্ষক স্কুলে আসেনি এর ফলে ছাত্রছাত্রীদের পঠনপাঠনের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা পড়তে হয়েছে। অভিভাবকরা ফুঁসছে, সেই জন্য আজ যখন শনিবার দুই শিক্ষক স্কুলে কাজে যোগদান করতে আসে তখনই অভিভাবকরা এই বিক্ষোভ দেখায়। যদিও এই ঘটনা সামনে আসতে নড়েচড়ে বসে প্রশাসন পুলিশি তৎপরতায় অবশেষে স্কুলে ঢুকতে ও ক্লাস নিতে সক্ষমায় দুই শিক্ষক। এক শিক্ষিকা বলেন গতকাল বকেয়া ডিএ পরিষদের দাবিতে রাজ্যের সরকারি কর্মচারীরা ধর্মঘটের ডাক দিয়েছিল। সেই ধর্মঘটের শামিল হয় আমরা সেই কারণেই আজ যখন যথারীতি অন্যান্য দিনের মতনই যখন আমরা স্কুলে আসি তখনই স্কুলে ঢুকতে বাধা দেয় কয়েকজন তৃণমূলের নেতারা।

{link}

তাদের দাবি গতকাল স্কুলে আসেননি কেন গতকাল স্কুলে আসেননি যখন স্কুলে আপনাদের আসতে হবে না। বেশ কিছুক্ষণ স্কুলের গেটে তালা মেরে বাইরে বসিয়ে রাখা হয়।পরবর্তীকালে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনার সামনে আসতে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে রাজনৈতিক মহলে এই বিষয়ে সিপিএম নেতা দেবাশীষ ঘোষ বলেন, অশিক্ষিতদের পার্টি তৃণমূল কংগ্রেস এরা সংবিধান জানেনা শিক্ষা জানেনা সংবিধান সাধারণ মানুষকে অধিকার দিয়েছে আন্দোলন করার জন্য
এই ঘটনা খুবই নিন্দনীয় ঘটনা।

{ads}

news South 24 Paragana West Bengal DA সংবাদ

Last Updated :