header banner

হুগলি নদীতে মৎস্যজীবীদের জালে লক্ষাধিক টাকা দামের ১৮টি নড়ে ভোলা মাছ

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: হুগলি নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়লো ১৮ টি নড়ে ভোলা মাছ। জানা যায়, গত বুধবার কুলপি রাঙাফলার পাঁচজন মৎসজীবী নৌকা নিয়ে হুগলি নদীর আগুনের চড়ার কাছে মাছ ধরতে যায় । তাদের জালে ১৮ টি ৫ ফুট দৈর্ঘ্যের নড়ে ভোলা মাছ ধরা পড়ে। মাছগুলি দেখতে পেয়েই আনন্দে লাফিয়ে ওঠেন মৎসজীবীরা। 

{link}
বৃহস্পতিবার মাছগুলি ধরে বাড়িতে নিয়ে আসলে বড় মাছ দেখতে বেলপুকুর এলাকায় ভিড় জমায় এলাকাবাসীরা। অবশ্য মৎস্যজীবীরা জানান, মাছগুলি নিলামের জন্য ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে নিয়ে যাওয়া হবে। জালে ৫ ফুট দৈর্ঘ্যের ১৮টি নড়ে ভোলা মাছ পাওয়ায় বেজায় খুশি বেলপুকুরের মৎস্যজীবীরা। কারণ প্রচুর টাকায় বিক্রি হবে ওই মাছ। আর তাতেই ভাগ্য খুলে যাবে তাদের । তাই একরকম হটাৎ বড় লটারির দান পাওয়ার মতো আনন্দে গা ভাসিয়ে ওই পাঁচ মৎস্যজীবী। 

{link}

দিন কয়েক আগেই একটি মাত্র তেলিয়া ভোলা মাছ পেয়ে ভাগ্য খুলে গিয়েছিল সাগরের চার মৎস্যজীবীর। একটি মাত্র ভোলা মাছ। আর তাতেই ভাগ্য খোলে সুন্দরবনের সাগর ব্লকের দেবী মথুরাপুরের অভাবী চার মৎস্যজীবীর। জালে ওঠে প্রায় ২৫ কিলো ওজনের ওই তেলিয়া ভোলা প্রজাতির মাছটি ।মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয় স্থানীয় নিশ্চিন্তপুর মাছ আড়তে। মাছটি দেখতে রীতিমতো ভিড় জমে যায়। নিলামে প্রায় হাজার টাকা কেজি দরে পঁচিশ হাজার টাকায় বিক্রি হয় মাছটি। এখন দেখার এই মাছগুলি কতো মূল্যে বাজারে বিক্রি হয়। 
{ads}

news Hooghly Fish Rare fish Money সংবাদ

Last Updated :